পঞ্জাব-হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানায় প্রায় এক বছর ধরে অবস্থানরত কৃষকদের তুলে দিল পুলিশ। বুধবার কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ফেরার পথে মোহালি থেকে পঞ্জাব পুলিশের হাতে আটক হন কৃষক নেতা জগজিৎ সিংহ দাল্লেওয়াল এবং তাঁর সঙ্গীরা। এর পরে রাতেই অবস্থানস্থল থেকে কৃষকদের হঠিয়ে দিতে শুরু করে পুলিশ।
বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে কেন্দ্রের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ছিল পঞ্জাবের কৃষক নেতাদের। কৃষক নেতা গুরমনীত সিংহ মঙ্গতের দাবি, ওই বৈঠক থেকে তাঁরা শম্ভু সীমানায় অবস্থানস্থলের দিকে যাচ্ছিলেন। তখন মোহালির কাছে দাল্লেওয়াল-সহ বেশ কয়েকজন কৃষকনেতাকে আটক করে নিয়ে যায় পঞ্জাব পুলিশ। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেটি স্পষ্ট নয়। তবে অবস্থানস্থল থেকে আন্দোলনরত কৃষকদের তুলে দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিংহ চিমা। তাঁর বক্তব্য, ওই দুটি সীমানায় থাকা মহাসড়কগুলি হল রাজ্যের ‘প্রাণশক্তি’। পঞ্জাবের আম আদমি পার্টি (আপ)-এর সরকারের অর্থমন্ত্রীর দাবি, আন্দোলনের জন্য দু’টি মহাসড়ক দীর্ঘ সময় ধরে স্তব্ধ রয়েছে। এর ফলে ব্যবসা এবং শিল্পের ক্ষতি হচ্ছে।
তবে পঞ্জাব পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিজেপি শিবির। পঞ্জাবের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টুর অভিযোগ, কেন্দ্র এবং আন্দোলনরত কৃষকদের মধ্যে আলোচনায় বিঘ্ন ঘটনাতে চাইছে পঞ্জাবের আপ সরকার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার সকাল থেকেই পঞ্জাব-হরিয়ানা সীমানায় পুলিশের প্রস্তুতি দেখে এমন কিছু পদক্ষেপের অনুমান করা যাচ্ছিল। আন্দোলনরত কৃষকেরা জানিয়েছেন, দুই সীমানাতেই অবস্থানস্থলের কাছে অ্যাম্বুল্যান্স, বাস, দমকলের ইঞ্জিন, দাঙ্গাদমন গাড়ি তৈরি রেখেছিল পুলিশ।
আরও পড়ুন:
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষকদের আন্দোলন চলছে। গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেছিলেন কৃষকেরা। মাঝে দীর্ঘদিন অনশন করেন দাল্লেওয়াল। অনশনের সময়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালতও।
পরে আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু হয় কৃষক নেতাদের। বেশ কয়েক দফা আলোচনা ইতিমধ্যে হয়েছে। এরই মধ্যে বুধবার দাল্লেওয়াল-সহ বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করল পঞ্জাব পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুলডোজ়ার দিয়ে শম্ভু সীমানায় আন্দোলনস্থলে কৃষকদের তাঁবু ভেঙে দিচ্ছে পুলিশ। অস্থায়ী মঞ্চের ছাউনি এবং ফ্যানও খুলে ফেলতে শুরু করেছেন পুলিশকর্মীরা। পাতিয়ালার সিনিয়র পুলিশ সুপার নানক সিংহ জানিয়েছেন, পুরো মহাসড়ক খালি করে দেওয়া হবে এবং যান চলাচলের ব্যবস্থা করা হবে।