Advertisement
E-Paper

অমিত কেন রাজ্যসভায়, উঠছে প্রশ্ন

এমন একটি সময়, যখন নীতীশ কুমারকে কাছে টেনে এনডিএ-র বাইরের ‘বন্ধু’দের নিয়ে বিজেপি রাজ্যসভায় প্রায় সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলছে। শরদ যাদব যদিও এখনও গোঁসা করে রয়েছেন। কিন্তু সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো নেতাদের অনুপস্থিতিতে বিরোধী বেঞ্চের ধার আরও কমছে। এর মধ্যেই অমিত শাহ রাজ্যসভায় যোগ দিলে স্বাভাবিক ভাবেই ওজন বাড়বে বিজেপির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৩:২৪
অমিত শাহ। ছবি: সংগৃহীত

অমিত শাহ। ছবি: সংগৃহীত

যোগ দিবসে রীতিমতো কসরত করানোর পরে অমিত শাহকে প্রশস্তিবাক্য শুনিয়ে ছিলেন বাবা রামদেব— ‘‘আমি খুশি, শরীরের ওজন ঝরেছে, কিন্তু রাজনৈতিক ওজন বেড়েছে।’’

সেই ‘ওজন’ নিয়েই এ বারে দলের ধার আরও বাড়াতে রাজ্যসভায় পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদীর বিশ্বস্ততম সেনাপতি অমিত শাহ।

এমন একটি সময়, যখন নীতীশ কুমারকে কাছে টেনে এনডিএ-র বাইরের ‘বন্ধু’দের নিয়ে বিজেপি রাজ্যসভায় প্রায় সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলছে। শরদ যাদব যদিও এখনও গোঁসা করে রয়েছেন। কিন্তু সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো নেতাদের অনুপস্থিতিতে বিরোধী বেঞ্চের ধার আরও কমছে। এর মধ্যেই অমিত শাহ রাজ্যসভায় যোগ দিলে স্বাভাবিক ভাবেই ওজন বাড়বে বিজেপির।

বাবা রামদেবের ভাষায় যা ‘রাজনৈতিক ওজন’, সাংসদ হলে সেটা আরও বাড়বে অমিতের। এখন বিজেপি সভাপতি হিসেবে অনেক জায়গায় তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু তখন রাষ্ট্রপতি ভবন থেকে সংসদের সেন্ট্রাল হল— সর্বত্রই অবাধে যাতায়াত করার সুযোগ পাবেন। কোথাওই প্রশ্ন উঠবে না।

যদিও প্রশ্ন উঠেছে। অমিত শাহের রাজ্যসভার মনোনয়ন পেশের সময়ই সংবাদমাধ্যমের নজরে এসেছে, গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে তিনশো গুণ! বেশ কিছু দিন আগে দলের মন্ত্রী-সাংসদদের বেহিসেবি সম্পত্তি নিয়ে প্রশ্নের মুখে জেরবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন, দলের সব পদাধিকারীকে তাঁদের সম্পত্তির হিসেব দিতে হবে অমিত শাহের কাছে। সেই অমিতের সম্পত্তি পাঁচ বছরে তিন গুণ বাড়ায় স্বাভাবিক ভাবেই ব্যঙ্গ-বিদ্রুপ আর প্রশ্নের ঝড় উঠেছে সব মহলে। একই ভাবে অমিতের সহকর্মী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মনোনয়ন নিয়েও ঝড় উঠেছে। মোদী সরকারের প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি তাঁর মনোনয়নে কবুল করেছেন, তিনি স্নাতক নন!

দিল্লির অলিন্দে এখন একটাই প্রশ্ন, নিজের বিশ্বস্ততম সেনাপতিকে কেন রাজ্যসভায় আনছেন মোদী?

রাজ্যসভায় অমিতের নাম ঘোষণার পরেই ফের জল্পনা শুরু হয়েছে, মোদী-মন্ত্রিসভার রদবদলে কি তা হলে বিগ-ফোরে আসতে চলেছেন বিজেপি সভাপতি? স্বরাষ্ট্র বা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক কি তাঁকে দেওয়া হবে? বিজেপির এক নেতার কথায়, ‘‘মোদী প্রধানমন্ত্রী হওয়ার সময়ই অমিতকে মন্ত্রী করার প্রস্তাব এসেছিল। কিন্তু তখন দলের দায়িত্ব তাঁকে দেওয়া হয়। এখন সামনে গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট। দু’বছরের মাথায় লোকসভা নির্বাচন। অমিতকে মন্ত্রিসভায় এনে মোদী দলের ভার অন্য কাউকে দেওয়ার ঝুঁকি কি নেবেন?’’

প্রশ্ন এখানেই। তা হলে রাজ্যসভায় কেন? সেখানে তো অরুণ জেটলি নেতা। অমিতের মতো ওজনদার ব্যক্তির প্রবেশ তো জেটলির কাঁধও খাটো করবে! বিজেপি শিবিরের মতে, দিল্লির রাজনীতিতে থাকতে হলে সংসদীয় রাজনীতির সঙ্গেও জুড়তে হয়। কংগ্রেসের সভানেত্রী হিসেবে যেমন সনিয়া গাঁধীও সংসদে। সংসদে থাকলে দলের মতও আরও জোরালো ভাবে রাখতে পারবেন অমিত।

কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভির কথায়, ‘‘বিজেপি কাকে সদস্য করবে, সেটি তাদের ব্যাপার। কিন্তু যে ভাবে গুজরাতে টাকার জোরে বিধায়ক কেনা হচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট। গণতন্ত্র নয়, টাকা আর গায়ের জোরই মোদী-শাহের ধর্ম।’’

Amit Shah Nitish Kumar Narendra Modi BJP নরেন্দ্র মোদী অমিত শাহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy