Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Himachal Pradesh Assembly Election 2022

‘কথা রাখব’, হিমাচলে জিতে টুইট রাহুল-প্রিয়ঙ্কার, মাথা পেতে নিলেন গুজরাতের হারও

হিমাচল প্রদেশে ৬৮টি আসনের মধ্যে ৪০টিই কংগ্রেসের দখলে। এই জয়ের পর হিমাচলের মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানালেন কংগ্রেস শীর্ষনেতৃত্ব। টুইট করলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

হিমাচলকে ধন্যবাদ জানালেন কংগ্রেস শীর্ষনেতৃত্ব।

হিমাচলকে ধন্যবাদ জানালেন কংগ্রেস শীর্ষনেতৃত্ব। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ২১:১১
Share: Save:

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ৬৮টি আসনের মধ্যে ৪০টিই তাদের দখলে থেকেছে। বিজেপি পেয়েছে ২৫টি আসন। এই জয়ের পর হিমাচলের মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানালেন কংগ্রেস শীর্ষনেতৃত্ব। টুইট করলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

রাহুল টুইটে লিখেছেন, ‘‘হিমাচল প্রদেশের মানুষকে এই জয়ের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্মী এবং নেতাদের অনেক শুভেচ্ছা। আপনাদের পরিশ্রম এবং আত্মোৎসর্গ এই জয় এনে দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, জনগণকে দেওয়া প্রত্যেকটি কথা আমরা রাখব। যত দ্রুত সম্ভব প্রতিশ্রুতি পূরণ করব।’’

দল
প্রাপ্ত আসন
সরকারে দরকার৩৫
মোট আসন৬৮
কংগ্রেস ৪০
বিজেপি ২৫
আপ ০০
অন্যান্য

টুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কাও। তিনি লিখেছেন, ‘‘জাতীয় কংগ্রেসকে নির্বাচিত করার জন্য হিমাচল প্রদেশের মানুষকে অন্তর থেকে শুভেচ্ছা। হিমাচলের মানুষের সমস্যা সমাধানের জন্য এই জয় এসেছে। কংগ্রেস দলের সমস্ত কর্মী এবং নেতাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পরিশ্রম সফল হয়েছে।’’

হিমাচল প্রদেশে জয়ের পর কংগ্রেসের তরফেও একটি টুইট করা হয়েছে। ধন্যবাদ লেখা একটি পোস্টারের ছবি টুইট করে কংগ্রেস লিখেছে, ‘‘এই জয় আপনাদের সকলের। ধন্যবাদ হিমাচল প্রদেশ।’’

দল
প্রাপ্ত আসন
সরকারে দরকার৯২
মোট আসন১৮২
বিজেপি ১৫৬
কংগ্রেস ১৭
আপ
অন্যান্য

জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে হিমাচলের ভোটের ফলাফল নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমরা দেবভূমি হিমাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। হিমাচলের সমস্ত ভাই এবং বোনকে জোড় হাতে শুভেচ্ছা জানাই, কংগ্রেসের উপর ভরসা রাখার জন্য। হিমাচলের মানুষকে যে ১০টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কংগ্রেস তা পূরণ করবে।’’

হিমাচলে জয় পেলেও গুজরাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে হাত শিবির। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আলাদা টুইটে গুজরাতের হার মাথা পেতে নিয়েছেন। খড়্গে লিখেছেন, ‘‘গুজরাতে মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। রাজ্যের ৭ কোটি মানুষের প্রতি দিনের সমস্যার কথা তুলে ধরে বিরোধী দলের ভূমিকা পালন করব। সেখানে আমাদের সংগঠনও পোক্ত করব। গুজরাতের মানুষের সঙ্গেই আছি।’’

রাহুল গুজরাত নিয়ে টুইটে লিখেছেন, ‘‘গুজরাতে মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। আমরা সংগঠন আরও দৃঢ় করে লড়াই চালিয়ে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE