উত্তরপ্রদেশে বিজেপির নিরঙ্কুশ জয়ের পিছনে প্রকারান্তরে দলিত নেত্রী মায়াবতীকেই দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আজ দিল্লিতে দলিত সমাজের উপরে লেখা ‘দ্য দলিত ট্রুথ’ নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে রাহুল দাবি করেন, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে মায়াবতীর সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। তাঁকে জোটের মুখ্যমন্ত্রী করারও প্রস্তাব দেওয়া হয়। কংগ্রেস নেতার অভিযোগ, কিন্তু ইডি-সিবিআই-পেগাসাসের কারণে মায়াবতী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে রাজি হননি। রাহুলের কথায়, ‘‘আমরা মায়াবতীকে মুখ্যমন্ত্রী হওয়ারও প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু উনি আমাদের সঙ্গে কথা বলতে পর্যন্ত রাজি হননি।’’ রাহুলের মতে, এর ফলে রাজ্যে বিজেপির বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি।
আজ মায়াবতীর সমালোচনা করলেও, দলিত নেত্রীর রাজনৈতিক গুরু কাঁসিরামের প্রশংসা করেন রাহুল। তিনি বলেন, ‘‘আমি কাঁসিরামজিকে শ্রদ্ধা করি। কারণ উনি দলিতদের উত্থানে রক্ত জল করে পরিশ্রম করেছিলেন।’’ কিন্তু দলিত সমাজের সেই উত্থানের ফলে স্বাধীনতার পর থেকে পাশে থাকা দলিত ভোট যে কংগ্রেসের থেকে সরে যায় তা-ও স্বীকার করে নেন রাহুল। তাঁর কথায়, ‘‘দলিত সমাজের উত্থানে সবথেকে বেশি রাজনৈতিক ক্ষতি হয়েছিল কংগ্রেসের। কিন্তু এতে অন্তত দলিতেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিলেন। আর এখন সেই দলিতদের নেত্রী মায়াবতী লড়াই থেকে পিছিয়ে গিয়েছেন।’’