Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

কেমব্রিজের কোনও ডিগ্রিই নেই রাহুলের কাছে, পাল্টা দাবি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

হাভার্ডে রাহুল মাত্র ৪ মাস পড়াশোনা করেছিলেন বলে দাবি করেন স্বামী। রাহুলকে ‘পাপ্পু’ করা সম্বোধন করা নিয়ে সরব হন প্রিয়ঙ্কা। তাই রাহুলকে ‘বুদ্ধু’ বলে সম্বোধন করেন এই বিজেপি নেতা।

Rahul Gandhi has no MPhil degree from Cambridge University, claimed by BJP leader Subramanian Swami

কেমব্রিজের ডিগ্রিই নেই রাহুলের কাছে, দাবি বিজেপি নেতার স্বামীর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ২০:৩০
Share: Save:

রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেছিলেন, “যে ব্যক্তি হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন, তাঁর সম্পর্কে সত্যিটা না জেনে ‘পাপ্পু’ বানিয়ে দেওয়া হচ্ছে।” তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা দাবি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বললেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিলের ডিগ্রি পাননি রাহুল। কারণ তিনি কোনও গবেষণাপত্রই লেখেননি।” হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও রাহুল মাত্র ৪ মাস পড়াশোনা করেছিলেন বলে দাবি করেন এই বিজেপি নেতা। রাহুলকে ‘পাপ্পু’ করা সম্বোধন করা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন প্রিয়ঙ্কা। তাই রাহুলকে ‘বুদ্ধু’ বলে সম্বোধন করেন স্বামী। চাইলে নিজের দাবির সপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে পারেন বলেও জানান তিনি। স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।

রবিবার দিল্লির রাজঘাটে কংগ্রেসের ‘সঙ্কল্প সত্যাগ্রহ’-এর জনসভায় ভাই রাহুলের পাশে দাঁড়িয়েই ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা। জাতীয় রাজনীতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকেন শাসকদলের অনেক নেতা-মন্ত্রী। নাম না করে তাঁদের উদ্দেশে প্রিয়ঙ্কার মন্তব্য, “রাহুল গান্ধী বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছেন। হার্ভার্ড, কেমব্রিজের ডিগ্রি আছে ওঁর কাছে। কেমব্রিজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন। ওঁর ডিগ্রি, ওঁর সম্পর্কে সত্যটা না জেনেই ওঁকে পাপ্পু বানাচ্ছেন!” প্রিয়ঙ্কা আরও বলেন, “যাঁকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হচ্ছে, সেই রাহুল যখন গোটা দেশ জুড়ে পদযাত্রায় নেমেছিলেন, তাঁর সঙ্গে যখন লক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন, তখন মনে হয়েছে, আরে! এ তো ‘পাপ্পু’ নয়! এ তো সৎ, সব কিছু বোঝেন, তখন ভয় পেয়ে গিয়েছেন।”

দেশবাসীর অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেই নানা ভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন প্রিয়ঙ্কা। কিন্তু এ ভাবে বেশি দিন চলবে না। তাঁর কথায়, “আজ যখন রাহুল সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন, যখন সাধারণ মানুষ রাহুলের পাশে দাঁড়িয়েছেন, ওঁদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। সংসদে রাহুল যে প্রশ্ন তুলেছেন, তার জবাবও এঁদের কাছে নেই। ফলে সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE