তাঁর নিরাপত্তায় গাফিলতি নিয়ে গত ১১ বছরে একাধিক বার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। এ বার রাহুল গান্ধীর বিরুদ্ধে বার বার নিরাপত্তাবিধি ভাঙার অভিযোগ তুলল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। বিদেশ সফরের সময় নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতাকে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর নিয়ন্ত্রিত আধাসেনা। ঘটনাচক্রে, যাদের হাতে রাহুলের নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত।
রাহুলের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছে সিআরপিএফ। ‘তথ্য-পরিসংখ্যান’ তুলে ধরে কেন্দ্রীয় বাহিনীর দাবি, চলতি বছরে ইটালি (৩০ ডিসেম্বর-৯ জানুয়ারি), ভিয়েতনাম (১২-১৭ মার্চ), দুবাই (১৭-২৩ এপ্রিল), কাতার (১১-১৮ জুন), লন্ডন (২৫ জুন-৬ জুলাই) এবং মালয়েশিয়া (৪-৮ সেপ্টেম্বর) সফরে গিয়েছিলেন রায়বরেলীর সাংসদ। প্রতিটি ক্ষেত্রেই সিআরপিএফের ‘ইয়েলো বুক’-এ উল্লিখিত প্রোটোকল লঙ্ঘন করছেন তিনি। রাহুলের মতো ‘অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ’ (এএসএল)-সহ ‘জ়েড প্লাস’ নিরাপত্তাপ্রাপ্ত নেতার কাছে এমন আচরণ কাম্য নয় বলেও বুধবার পাঠানো ওই চিঠিতে জানিয়েছে সিআরপিএফ। সেই সঙ্গে ভবিষ্যতে নিরাপত্তাবিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে।
সূত্রের খবর, বিদেশ সফর সংক্রান্ত ‘বিস্তারিত তথ্য’ না জানানো এবং বিধি অনুযায়ী নিরাপত্তা না নিয়ে বিদেশ সফর নিয়েই রাহুল ও খড়্গের কাছে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, ২০২২ সালে রাহুলের ‘ভারত জো়ড়ো যাত্রা’র সময়ও নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁকে চিঠি পাঠিয়েছিল সিআরপিএফ। সে সময় বার বার নিরাপত্তা বেষ্টনী ভেঙে আমজনতার কাছে পৌঁছে যাওয়ার অভিযোগ তোলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এ বার ‘শাহের বাহিনী’র আপত্তি বিদেশ সফরের বিস্তারিত তথ্য না জানানো নিয়ে।