Advertisement
E-Paper

আড়াই দিন পরে মুখ খুলে রাহুল বললেন, টাকা আর মেরুকরণে জয়ী বিজেপি

অবশেষে সামনে এলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এবং উত্তরপ্রদেশে বিজেপির জয়কে মেরুকরণ ও অর্থবলের জয় বলে ব্যাখ্যা করলেন। কংগ্রেসের ফলকে খারাপ বলতেও তিনি নারাজ। পঞ্জাব, মণিপুর ও গোয়ায় কংগ্রেস সবচেয়ে বড় দল হয়েছে, একে খারাপ ফল বলা যায় না, মন্তব্য কংগ্রেস সহ-সভাপতির।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৮:১৯
বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানালেও এই জয়কে জনতার রায় বলে মেনে নিতে পারছেন না রাহুল। ছবি: পিটিআই।

বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানালেও এই জয়কে জনতার রায় বলে মেনে নিতে পারছেন না রাহুল। ছবি: পিটিআই।

অবশেষে সামনে এলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এবং উত্তরপ্রদেশে বিজেপির জয়কে মেরুকরণ ও অর্থবলের জয় বলে ব্যাখ্যা করলেন। কংগ্রেসের ফলকে খারাপ বলতেও তিনি নারাজ। পঞ্জাব, মণিপুর ও গোয়ায় কংগ্রেস সবচেয়ে বড় দল হয়েছে, একে খারাপ ফল বলা যায় না, মন্তব্য কংগ্রেস সহ-সভাপতির। আর দেশের সবচেয়ে জনবহুল রাজ্য সম্পর্কে তাঁর মন্তব্য: ‘‘উত্তরপ্রদেশে আমাদের ফল একটু খারাপ হয়েছে।’’

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে শনিবার। তার পর থেকে আড়াই দিন প্রায় নিখোঁজ ছিলেন রাহুল। অন্য সব দলের নেতারা ফলাফলের ব্যাখ্যা দিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু রাহুল গাঁধী তা করেননি। মঙ্গলবার রাহুলকে সংসদ ভবন চত্বরে দেখা যেতেই তাঁকে মিডিয়ার প্রশ্নের মুখে পড়তে হয়। রাহুল গাঁধী বলেন, ‘‘বিরোধী পক্ষে থাকলে, অনেক উত্থান-পতন দেখতে হয়। উত্তরপ্রদেশে আমাদের ফল একটু খারাপ হয়েছে। আমরা এই রায় মেনে নিচ্ছি।’’ মুখে ‘মেনে নিচ্ছি’ বললেও নির্বাচনের এই ফলকে জনগণের রায় হিসেবে রাহুল গাঁধী মানতে পারছেন না, সে কথা তাঁর অন্য একটি মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেছেন, ‘‘বিজেপি উত্তরপ্রদেশে জিতেছে। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। বিজেপি কেন জিতেছে, তার অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ হল মেরুকরণ।’’ অর্থাৎ বিজেপি সাম্প্রদায়িক প্রচার চালিয়েই উত্তরপ্রদেশের হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে বলে রাহুল গাঁধীর দাবি। রাহুলের জোটসঙ্গী অখিলেশ যাদব কিন্তু সরাসরি এমন কোনও অভিযোগ করেননি। এমনকী, মায়াবতীর মুখেও এমন কথা শোনা যায়নি। কিন্তু রাহুল সেই অভিযোগ তো তুললেনই, টাকা ছড়িয়ে ভোটে জেতার অভিযাগও আনলেন বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস সহ-সভাপতির কথায়: ‘‘টাকা ছড়িয়ে গণতন্ত্রকে ওরা শেষ করছে।’’

মঙ্গলবার দিল্লিতে গিয়ে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করলেন পঞ্জাবে কংগ্রেসের জয়ের প্রধান কারিগর অমরেন্দ্র সিংহ। ভরাডুবির বাজারে পঞ্জাবই একমাত্র আশার আলো রাহুলের জন্য। ছবি: পিটিআই।

পঞ্জাব, মণিপুর এবং গোয়াতে বৃহত্তম দল হয়েছে কংগ্রেস। রাহুল গাঁধীর কথায়, এই ফলকে মোটেই খারাপ ফল বলা চলে না। তবে উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয় প্রসঙ্গে রাহুলের মন্তব্য, ‘‘শেষ কথা হল, ওঁরা নির্বাচনে জিতেছেন। যে ভাবেই জিতুন, ওঁরাই জিতেছেন।’’

আরও পড়ুন: সরকার সকলের, যাঁরা ভোট দেননি তাঁদেরও, নম্র হতে আবেদন মোদীর

Rahul Gandhi Congress BJP Election Results
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy