ভারত-পাক সামরিক সংঘাতের সময় পাকিস্তানের গোলাবর্ষণে বাবা-মাকে হারানো শিশুদের পড়াশোনার ব্যয়ভার বহন করবেন রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি হামিদ কাররা জানিয়েছেন, অনাথ হয়ে যাওয়া ২২ জন শিশুর লেখাপড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা। যত দিন না ওই শিশুদের স্নাতক স্তরের পড়াশোনা শেষ হচ্ছে, তত দিন তাদের লেখাপড়ার খরচ দেবেন রাহুল।
‘অপারেশন সিঁদুর’-এর পর চার দিনের ভারত-পাক সামরিক সংঘাতে জম্মু ও কাশ্মীরে ২১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল জম্মুর পুঞ্চ জেলায়। ওই জেলার পাক সীমান্তবর্তী গ্রামগুলিতে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। গত মে মাসেই পুঞ্চে গিয়েছিলেন রাহুল। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, সেই সময়ই তিনি বাবা-মাকে হারানো শিশুদের নামের একটি তালিকা তৈরি করতে বলেন। পাক গোলাবর্ষণে যারা বাবা-মা দু’জনকেই হারিয়েছে, কিংবা যার পরিবারে একমাত্র রোজগেরের মৃত্যু হয়েছে, তাদের সকলের নাম তালিকায় রাখতে বলা হয়। তার পর সরকারি নথির সঙ্গে মিলিয়ে সেই তালিকা চূড়ান্ত করা হয়। জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, বুধবারই প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে ওই শিশুদের কাছে।
আরও পড়ুন:
পাক গোলাবর্ষণে বহু শিশুও আহত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১২ বছরের যমজ ভাই-বোন উরবা ফতিমা এবং জ়াইন আলির। ওই দুই খুদে পড়ুয়া পুঞ্চের যে স্কুলে পড়ত, সেখানেও গিয়েছিলেন রাহুল। সেখানকার খুদে পড়ুয়াদের সঙ্গে দেখা করে রাহুল বলেছিলেন, “আমি তোমাদের জন্য খুব, খুব গর্বিত। তোমরা তোমাদের ছোট্ট বন্ধুদের হারিয়েছ। আমি তার জন্য দুঃখিত। এখন তোমরা একটু ভয় পেয়ে আছ। কিন্তু ভয় পাবে না। সব কিছু আবার স্বাভাবিক হবে।”