বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা। নাশকতার আশঙ্কা ছিল। সতর্কও করে দিয়েছিল রেল বোর্ড। আশঙ্কা সত্যি করে ফের বিস্ফোরণ হল রেললাইনে। সময়মতো বিভিন্ন জায়গায় ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।
ঝাড়খণ্ড পুলিশ ও রেলের অভিযোগ, ঝাড়খণ্ডের গিরিডির কাছে রবিবার রেললাইনে বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরাই। এবং রাতের অন্ধকারে এমন জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে, যে-পথ দিয়ে হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেস-সহ দিল্লি তথা উত্তর ভারতমুখী ট্রেনগুলি চলে। গিরিডির কাছে কর্মাবাঁধ ও চিচাকি স্টেশনের মাঝখানে রবিবার গভীর রাতে রেললাইনে যখন বিস্ফোরণ ঘটে, তার কিছু ক্ষণের মধ্যেই সেখান দিয়ে যাওয়ার কথা ছিল হাওড়ামুখী দুন এক্সপ্রেসের। বিস্ফোরণের জেরে হাওড়া-দিল্লি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায়। রাজধানী এক্সপ্রেস-সহ প্রতিটি ট্রেন গড়ে ছ’ঘণ্টা দেরিতে হাওড়া-শিয়ালদহে ঢুকেছে। ছাড়েও দেরিতে।
রেল সূত্রের খবর, কোনও যাত্রীর ক্ষতি না-হলেও রবিবার রাতের বিস্ফোরণে রেললাইনের বেশ খানিকটা অংশ ভেঙে দু’টুকরো হয়ে যায়। কী হয়েছিল রবিবার রাতে?