ঝড়বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বহু জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রবিবার। বৃষ্টির জল জমতে জমতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছাউনিও ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোহিনীর সেক্টর ২২ এবং সেক্টর ২৫, পিতমপুরের আরইউ ব্লক, সুলতানপুরী-সহ উত্তর দিল্লির বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে।
দিল্লিতে টাটার বিদ্যুৎ বণ্টন সংস্থা ‘টিটিডিপিএল’-এর এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থার তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। ওই কাজের সময় নিরাপত্তাজনিত কারণে কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পুনরায় তা চালু করা হয়েছে।
অপর বিদ্যুৎ বণ্টন সংস্থা বিএসইএস যে অঞ্চলগুলিতে পরিষেবা দেয়, সেখানে বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। পিটিআই জানিয়েছে, মুন্দকা, জাফরপুর, হরিনগর, রোহিনী, পিতমপুরের কিছু অঞ্চল, মুখার্জিনগর, সঙ্গমবিহার-সহ বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। বিএসইএস-এর এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল। গাছও ভেঙে পড়েছিল। সেই সব গাছের ডাল বিদ্যুতের তারের উপর এসে পড়েছিল। মূলত সেই কারণেই বিদ্যুৎ পরিষেবা আংশিক বিঘ্নিত হয়েছিল বলে জানান তিনি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে দাবি বিদ্যুৎ বণ্টন সংস্থার ওই মুখপাত্রের।
আরও পড়ুন:
শনিবার বেশি রাতের দিকে ঝড়বৃষ্টির সময়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর কাছে একটি ছাউনি ভেঙে পড়ে। কাপড়ের ওই ছাউনিটি জলের চাপে ধসে পড়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিও প্রকাশ করেছেন। জলের চাপে ওই ছাউনিটি ছিঁড়ে পড়লেও বিমানবন্দরের ওই অংশের মূল কাঠামোয় কোনও বদল হয়নি। শনিবার রাত থেকে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। খারাপ আবহাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরের ৪৯টি বিমানের যাত্রাপথ বদলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ১৭টি আন্তর্জাতিক বিমানও।