ইউপিএসসির (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (ক্যাট) মামলা করলেন রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার রাজেশ কুমার।
আইপিএস হলেও, রাজেশ কুমার বর্তমানে সর্বশিক্ষা এবং পাঠাগার দফতরের প্রধান সচিব পদে রয়েছেন। চলতি সপ্তাহে তাঁর দায়ের হওয়া ওই মামলার শুনানি আগামী মাসে হওয়ার কথা রয়েছে। আবেদনে বলা হয়েছে, ডিজিপি নিয়োগের জন্য গত জুলাই মাসে ১০ জন ডিজি ও এডিজি পদমর্যাদার অফিসারের নাম রাজ্য সরকার পাঠায় ইউপিএসসিকে। কিন্তু অভিযোগ, গত ৩০ অক্টোবর ইউপিএসসি-র একটি বৈঠকেরাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম বাদ দিয়ে দেওয়া হয়। সূত্রের দাবি, কারণ হিসেবে বলা হয়েছিল, ওই তিন আধিকারিকের চাকরির মেয়াদ ছ’মাসও বাকি নেই। যদিও অভিজ্ঞ আধিকারিকদেরমতে, অবসরের দিন থেকে ছ’মাসে আগে সংশ্লিষ্ট অফিসারের নামে এমন প্রস্তাব থাকাই রীতি। যদিও মামলাকারীর যুক্তি, ২০২৩ সালে ডিসেম্বর মাসে রাজ্য পুলিশে ডিজি পদ থেকে অবসর নেন তৎকালীন ডিজি মনোজ মালবীয়। তখন রাজেশ-সহ বাকি দুই সিনিয়র আইপিএস অফিসারের চাকরির মেয়াদ অনেক বেশি ছিল।
রাজেশের আরও অভিযোগ,ওই সিদ্ধান্ত নিয়ে নিজেদের বিধি নিজেরাই অমান্য করছে ইউপিএসসি। যা সুপ্রিম কোর্টের নির্দেশেরও পরিপন্থী। দায়ের করা পিটিশনে রাজস্থানে ডিজি নিয়োগে ইউপিএসসি সিদ্ধান্তের উদাহরণ উল্লেখ করেছেন রাজেশ। সেখানে চাকরির মেয়াদ চার মাস বাকি থাকা সত্ত্বেও এক অফিসারকে ডিজি নিয়োগকরা হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)