সাংহাই কর্পোরেশন অর্গানাইজ়েশন (এসসিও)-বৈঠকে যোগ দিতে চলতি মাসের শেষে চিনের কুইনডাও যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শেষ পর্যন্ত তিনি গেলে ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের পরে এটিই প্রতিরক্ষামন্ত্রীর প্রথম চিন সফর হতে চলেছে।
গত বছরের অক্টোবরে গলওয়ানে সেনা প্রত্যাহার ও নজরদারির ব্যাপারে ঐকমত্যে আসে দু’দেশ। গত মাসে লাওসে চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজনাথ। গলওয়ান সংঘর্ষের পরে সেটিই ছিল প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকে। এ যাত্রায় এসসিও বৈঠকের ফাঁকে ফের দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হওয়ার কথা।
কূটনীতিকদের মতে, ওই বৈঠক দু’দেশের সম্পর্ককে স্বাভাবিক করতে সাহায্য করতে পারে। চিনের ভিতর দিয়ে ফের কৈলাস মানসরোবর যাত্রা শুরু, দু’দেশের মধ্যে স্বাভাবিক বিমান যোগাযোগ চালু করা, দু’দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকে সরল করার মতো বিষয়গুলি নিয়েও মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হওয়ার কথা। সূত্রের মতে, অপারেশন সিঁদুরের পরে প্রতিরক্ষামন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের বন্ধু রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসের প্রশ্নে ভারতের অবস্থান, অপারেশন সিঁদুরের তাৎপর্য, কেন প্রতিবেশী দেশের মাটিতে ওই অপারেশন চালাতে বাধ্য হয়েছিল ভারত, সেই বিষয়গুলি বৈঠকে তুলে ধরার সুযোগ থাকবে রাজনাথের কাছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)