Advertisement
E-Paper

কথা তো চাই, কিন্তু সীমান্ত সন্ত্রাসটা বন্ধ হোক: রাজনাথ

ইসলামাবাদের সমালোচনা করে তিনি বলেন, ‘‘পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সাহায্য করার মাধ্যমে ভারতকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:৩৬
রাজনাথ সিংহ।— ফাইল চিত্র।

রাজনাথ সিংহ।— ফাইল চিত্র।

ইসলামাবাদের সঙ্গে আলোচনায় রাজি নয়াদিল্লি। কিন্তু, সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সেই আলোচনা কোনও ভাবেই সম্ভব নয়।

রবিবার এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘আলোচনা এবং সন্ত্রাসে মদত— দুটো একসঙ্গে কখনই চলতে পারে না।’’

আরও পড়ুন: প্রশ্নের মুখে ‘অল টেরেন ভেহিক্‌ল’

তেলঙ্গানার নিজামবাদে আয়োজিত ‘তেলঙ্গানা মুক্তি দিবস’ অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানেই ইসলামাবাদের সমালোচনা করে তিনি বলেন, ‘‘পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সাহায্য করার মাধ্যমে ভারতকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’ তবে ভারত তার যোগ্য জবাব দিচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে কোনও দিন পাকিস্তানকে এ ভাবে ভারত জবাব দেয়নি বলে দাবি করেন তিনি। রাজনাথের কথায়, ‘‘সীমান্তের বর্তমান পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। ভারত এখন আর দুর্বল রাষ্ট্র নয়। কোনও শক্তিই ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে না।’’

আরও পড়ুন: মোদীর বার্থডে গিফট্, ৪০০টি ৬৮ পয়সার চেক!

পাশাপাশি, ভারত যে কাশ্মীর-সহ সব সীমান্ত সমস্যা সমাধানে আগ্রহী সে কথাও বুঝিয়ে দেন রাজনাথ। তিনি দাবি করেন, এই আলোচনার উদ্যোগটি ২০১৪ সালে মোদী সরকার যে দিন শপথ নিয়েছিল, সে দিন থেকেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘শপথ অনুষ্ঠানে রাষ্ট্রনেতাদের সঙ্গে কেবল করমর্দন করতে আমন্ত্রণ জানানো হয়নি। সুষ্ঠু ভাবে আলোচনার জন্যই সেই পদক্ষেপ করা হয়েছিল।’’ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, পাকিস্তানের তরফে ধারাবাহিক সন্ত্রাসে মদত আলোচনার সব উদ্যোগকেই ব্যর্থ করে দিয়েছে।

Rajnath Singh Telangana Telangana Liberation Day Pakistan Jammu & Kashmir Terrorist জম্মু ও কাশ্মীর রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy