কংগ্রেস-ছুট কপিল সিব্বলের পর এ বার রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরী। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা ভোটের জন্য আরও এক প্রার্থীকে সমর্থনের ঘোষণা করলেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার এসপি-র তরফে এক টুইট-বার্তায় বলা হয়েছে, ‘জয়ন্ত চৌধুরী এসপি এবং আরএলডি-র যৌথ প্রার্থী হিসেবে রাজ্যসভা ভোটে লড়বেন।’প্রসঙ্গত, অখিলেশকে সঙ্গে নিয়ে বুধবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিব্বল। এসপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা করে সিব্বল জানান, গত ১৬ মে কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।