সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের উদ্দেশে কটূক্তি করেছিলেন। গাঁধী হত্যা নিয়ে আক্রমণ করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে। তার জেরে এ বার বিপাকে র্যাপার তথা অভিনেত্রী হার্ড কৌর ওরফে তরণ কৌর ধিলোঁ। বারাণসীতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করেন হার্ড কৌর। তাতে ২৬/১১-সহ যাবতীয় জঙ্গি হামলার জন্য ভাগবতকে দায়ী করেন তিনি। বিদ্রুপ করেন যোগী আদিত্যনাথকে। তাতে নেটিজেনদের অনেকেই অসন্তুষ্ট হন। বিষয়টি নিয়ে থানায় পৌঁছে যান শশাঙ্ক শেখর নামে বারাণসীর এক আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় যোগী এবং ভাগবতকে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি।
শশাঙ্ক শেখরের অভিযোগের ভিত্তিতে হার্ড কৌরের বিরুদ্ধে পুলিশ ১২৪এ (দেশদ্রোহ), ১৫৩ (সাম্প্রদায়িকতায় উস্কানি), ৫০০ (মানহানি), ৫০৫ (হিংসায় উস্কানি) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। অপরাধ দমন শাখার বিশেষ নজরদারি শাখা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।