এ বছর ‘ভারত রত্ন’ চিকিৎসকদেরই দেওয়া উচিত, মত অরবিন্দ কেজরীবালের। একটি টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান কেন্দ্রের কাছে এই দাবি রেখেছেন। তিনি জানিয়েছেন, শুধু চিকিৎসক নন, চিকিৎসা কর্মী এমনকি সব স্বাস্থ্যকর্মীকেও এই সম্মান জানিয়ে তাঁদের প্রতি দেশের শ্রেষ্ঠ সম্মান উৎসর্গ করা উচিত। অরবিন্দের টুইট, ‘করোনায় শহিদ হওয়া চিকিৎসকদের প্রতি এটাই হবে দেশের তরফে যথার্থ শ্রদ্ধার্ঘ্য।’
রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই টুইট করেন কেজরীবাল। হিন্দি হরফে লেখেন, ‘এ বছর ‘ভারতীয় চিকিৎসকদেরই’ ভারত রত্ন পাওয়া উচিত। ‘ভারতীয় চিকিৎসক’ বলতে কিন্তু আমি সমস্ত চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মীর কথা বলছি।’
তিন দিন আগেই ১ জুলাই চিকিৎসক দিবস উপলক্ষ্যে চিকিৎসকদের আত্মত্যাগের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, ‘‘একজন দেশবাসীর প্রাণ যাওয়া দুঃখজনক। তবে ভারত বহু দেশবাসীর প্রাণ বাঁচাতেও পেরেছে। যার সম্পূর্ণ কৃতিত্ব দেশের চিকিৎসকদের। কৃতিত্ব প্রথম সারিতে থেকে কাজ করা স্বাস্থ্যকর্মী, চিকিৎসাকর্মীদেরও।’’