Advertisement
১১ মে ২০২৪
Tamil Nadu

অন্তঃসত্ত্বা হলেই স্বাস্থ্য দফতরে নাম নথিভুক্তির নির্দেশিকা আনছে তামিলনাড়ু

তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণন শনিবার জানিয়েছেন, গর্ভবতী হলে ১০২ নম্বরে ফোন করে স্বাস্থ্য দফতরে নিজের নাম নথিভুক্ত করতে হবে সংশ্লিষ্ট মহিলাকে। নাম নথিভুক্ত করা যাবে বেসকারি হাসপাতালেও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ২০:১৮
Share: Save:

অন্তঃসত্ত্বা হলেই নাম নথিভুক্ত করতে হবে রাজ্য সরকারের কাছে। তা না হলে শিশুর জন্মসংক্রান্ত শংসাপত্র (বার্থ সাটিফিকেট) দেওয়া হবে না। এমনই এক নির্দেশিকা জারি করতে চলেছে তামিলনাড়ুর এআইএডিএমকে’র পলানিস্বামী সরকার। খুব সম্ভবত আগামী মাস থেকেই জারি হতে পারে এই নির্দেশিকা। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণন শনিবার জানিয়েছেন, গর্ভবতী হলে ১০২ নম্বরে ফোন করে স্বাস্থ্য দফতরে নিজের নাম নথিভুক্ত করতে হবে সংশ্লিষ্ট মহিলাকে। নাম নথিভুক্ত করা যাবে বেসকারি হাসপাতালেও।

আরও পড়ুন: ভয় দেখিয়ে মা-মেয়েকে লাগাতার ধর্ষণ, ধৃত পুলিশের ছেলে

কেন এই পরিকল্পনা? স্বাস্থ্যসচিব জানিয়েছেন, এর ফলে হবু মায়ের শারীরিক পরিস্থিতির দিকে নজর দিতে পারবে সরকার। এমনকী, হবু মাযের ডাক্তারি পরীক্ষা কখন হবে, সে বিষয়টিও আগাম জানানো সম্ভব হবে। স্বাস্থ্যসচিব জানান, সম্প্রতি রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালানো হয়। তাতে দেখা গিয়েছে, অনেক মহিলাই গর্ভবতী অবস্থায় সঠিক চিকিৎসা এবং পরিচর্যা পাননি। ফলে, সন্তানের জন্ম দিতে গিয়ে শিশু বা মায়ের মৃত্যুর ঘটনাও ঘটছে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং অন্তঃসত্ত্বা মহিলাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার যায়, সে জন্য রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ করার চিন্তাভাবনা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamil Nadu pregnant women Birth certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE