৪২ বছর পর বাবার দেওয়া রায় খারিজ করে দিলেন ছেলে। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম।
ছেলে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার গোপনতার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার বলে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টের ৯ সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তার অন্যতম সদস্য।
যাঁর বাবা ছিলেন সুপ্রিম কোর্টের এক সময়ের প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়। শীর্ষ আদালতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধান বিচারপতিও বটে। যিনি আজ থেকে ৪২ বছর আগে এডিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলায় গোপনতার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার বলে মান্যতা দিতে চাননি।