Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Chennai

Chennai Bank: ব্যাঙ্ক কর্মীদের শৌচালয়ে আটক, কোটি টাকার সোনা নিয়ে পালাল ডাকাত

ব্যাঙ্কের কর্মীদের শৌচালয়ে আটকে রাখল ডাকাত দল। তার পর ৩২ কেজি সোনা লুট করে পালাল, যার মূল্য কয়েক কোটি টাকা।

কোটি কোটি টাকার সোনা নিয়ে চেন্নাইের ব্যাঙ্ক থেকে চম্পট।

কোটি কোটি টাকার সোনা নিয়ে চেন্নাইের ব্যাঙ্ক থেকে চম্পট। — ছবি প্রতীকী।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ২৩:২৬
Share: Save:

চেন্নাইয়ের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার সোনা লুট। শনিবারের ঘটনা। ব্যাঙ্ক কর্মীদের শৌচালয়ে আটকে তালা বন্ধ করে সোনা চুরি করে পালিয়েছেন তিন জন।

পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল বলেন, ‘‘স্ট্রং রুমের চাবি চুরি করেন তিন অভিযুক্ত। তার পর কর্মীদের শৌচালয়ে আটকে সোনা ব্যাগে ভরে চম্পট দেন। ৩২ কেজি সোনা চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।’’

পুলিশের ধারণা, অভিযুক্তদের এক জন ব্যাঙ্কেরই কর্মী। আগে থেকেই কোথায় কী রয়েছে, সব জেনেছিলেন, তার পর সেই মতো পরিকল্পনা করে চুরি করেন। চেনেন বলেই চুরি করে বেরনোর সময় নিরাপত্তারক্ষীও তাঁকে বাধা দেননি। জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার টিএস আনবু। তিনি আরও জানিয়েছেন, কত টাকার সোনা চুরি হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরই নির্দিষ্ট করে বলা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chennai thief gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE