পশ্চিমবঙ্গ সীমানার অদূরে পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে মাওবাদীদের গোপন কোষাগারের সন্ধান পেল ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। কারাইকেলা এলাকার জঙ্গলে মাটির তলার বাঙ্কার থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ৩৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে।
পশ্চিম সিংভূমের পুলিশ সুপার রাকেশ রঞ্জন জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ, ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশ এবং মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ সারান্ডা অরণ্য সন্নিহিত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। সোমবার সকালে গোপন বাঙ্কার থেকে দু’টি ইস্পাতের ট্রাঙ্কে রাখা ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) অস্ত্র কেনার উদ্দেশে তোলাবাজির মাধ্যমে ওই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছিল। প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে দু’বার পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের গোপন অস্ত্রভান্ডার চিহ্নিত করেছে যৌথবাহিনী। বিপুল পরিমাণ ‘ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি), ডিটোনেটর, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।