Advertisement
E-Paper

করোনায় আক্রান্ত আরএসএস প্রধান মোহন ভাগবত, তবে অবস্থা স্থিতিশীল

কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০০:৩৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তাঁকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে আরএসএস-এর তরফে শুক্রবার রাতে টুইট করে জানানো হয়েছে।

ওই টুইটে বলা হয়েছে, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

৭ মার্চ কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ভাগবত। ওই একই দিনে টিকা নিয়েছিলেন আরএসএস-এর প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও। নাগপুরের ক্যানসার ইনস্টিটিউট থেকে কোভিড টিকার প্রথম ডোজ নেন তাঁরা। শুক্রবার রাতে জানা যায়, মোহন করোনা আক্রান্ত।

RSS Mohan Bhagwat COVID-19 Coronavirus in India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy