প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক! সূত্রের খবর, কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছাড়পত্র।
সাম্প্রতিক সময়ে আবার ভারতে মাথাচাড়া দিয়েছে কোভিড। দেশের বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্তের খবর মিলছে। চিকিৎসকদের চিন্তায় ফেলেছে দিল্লির করোনা পরিস্থিতি। এই আবহে মোদীর সঙ্গে সাক্ষাতের নতুন শর্ত প্রকাশ্যে এল। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের। থাকবেন সাত জন সাংসদও। এ ছাড়াও সব রাজ্যের বিজেপি নেতৃত্বকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ জন বিজেপি নেতা-নেত্রীর বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। তবে তার আগে সকলকেই কোভিড পরীক্ষা করাতে হচ্ছে।
উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতিতে বিদেশের ‘প্রতিক্রিয়া’ পর্যালোচনার জন্য সাতটি বহুদলীয় প্রতিনিধিদলের সদস্যদের মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজ সারেন মোদী। গত রবিবার সব ক’টি দলই এক এক করে বিভিন্ন দেশ ঘুরে ভারতে ফিরে এসেছে। তারা কী বলল, আর কী শুনে এল সেই নির্যাস জানতেই ওই দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মোদী। সেই নৈশভোজ পর্বের পরের দিনই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে এল।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছ’জনের। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬। করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তা জানতে দেশ জুড়ে মহড়াও চলছে। পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। যদিও চিকিৎসকদের মতে, এখনই ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সকলেই।