Advertisement
E-Paper

‘বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে’, গুজব ছড়াতেই হুড়োহুড়ি? হরিদ্বারের মন্দিরে পদপিষ্টের ঘটনায় সঙ্কটজনক অনেকে

পদপিষ্টের ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ-প্রশাসন এবং উদ্ধারকারী দলের সদস্যেরা। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৩:০১
Rumour leads to stampede at Haridwar’s Mansa Devi temple

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: পিটিআই।

পাহাড়ের কোলে মন্দির। শ্রাবণ মাসের প্রায় প্রতি দিনই হরিদ্বারের ওই মনসাদেবী মন্দিরে ভক্তদের ভিড় থাকে। রবিবার সকালে সেই ভিড়ের মধ্যে ঘটে গেল পদপিষ্টের ঘটনা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টা নাগাদ। হরিদ্বারের জেলাশাসক ময়ূর দীক্ষিতকে উদ্ধৃত করে ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে ২০ জন পুরুষ, আট জন মহিলা এবং সাত জন শিশু রয়েছে।

কী কারণে পদপিষ্টের ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গুজব ছ়ড়ানোর কারণে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে। সেই থেকেই ঘটে দুর্ঘটনা। কী ভাবে দুর্ঘটনা ঘটে? সংবাদমাধ্যম সূত্রে খবর, ভক্তদের ভিড়ের মধ্যে হঠাৎই ছড়িয়ে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ভক্তেরা আতঙ্কিত হয়ে এ.দিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তখনই বিপত্তি ঘটে। সিঁড়ির মধ্যে পড়ে যান কয়েক জন ভক্ত। তাঁদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে একে অপের গায়ের উপর পড়েন। হরিদ্বারের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ ভার্নের কথায়, ‘‘বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, এই গুজব ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়। সেই আতঙ্ক থেকেই এই পদপিষ্টের ঘটনা ঘটে। ’ তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানান নীলেশ।

পদপিষ্টের ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ-প্রশাসন এবং উদ্ধারকারী দলের সদস্যেরা। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, একে একে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছোচ্ছে ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সরকারের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

হরিদ্বারের মনসাদেবী মন্দিরটি বিলওয়া পাহাড়ের উপর অবস্থিত। রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ের কোলে রয়েছে সেটি। রাস্তা থেকে সোজা সিঁড়ি উঠে গিয়েছে মন্দির পর্যন্ত। এ ছাড়াও রয়েছে রোপওয়ে। স্থানীয় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, মন্দির থেকে ১০০ মিটার দূরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার গুজব ছড়িয়েছিল।

Stampede Haridwar Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy