Advertisement
E-Paper

বলিউডকেও স্বস্তি দিলেন সল্লু ভাই

বেলা পৌনে একটা নাগাদ খবরটা আসতেই উল্লাসে ফেটে পড়ল বম্বে হাইকোর্টের বাইরে জমা হওয়া ভিড়টা। বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও একই ছবি। লাড্ডু খাইয়ে-বাজি ফাটিয়ে-নাচানাচি করে উৎসবে মেতে গিয়েছেন শয়ে শয়ে ভক্ত। টুইটারেও ফের শুভেচ্ছা-বার্তার বন্যা। সকলে যেন এই নির্দেশ শুনবেন বলেই অপেক্ষা করছিলেন। ঋষি কপূর, সাজিদ খান, অমৃতা রাও, অমিশা পটেল প্রত্যেকেই খুশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:৪০
এসে গিয়েছে সুখবর। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সলমন। রয়েছেন বাবা সেলিম খান এবং মা সালমা। শুক্রবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

এসে গিয়েছে সুখবর। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সলমন। রয়েছেন বাবা সেলিম খান এবং মা সালমা। শুক্রবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

বেলা পৌনে একটা নাগাদ খবরটা আসতেই উল্লাসে ফেটে পড়ল বম্বে হাইকোর্টের বাইরে জমা হওয়া ভিড়টা। বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও একই ছবি। লাড্ডু খাইয়ে-বাজি ফাটিয়ে-নাচানাচি করে উৎসবে মেতে গিয়েছেন শয়ে শয়ে ভক্ত।

টুইটারেও ফের শুভেচ্ছা-বার্তার বন্যা। সকলে যেন এই নির্দেশ শুনবেন বলেই অপেক্ষা করছিলেন। ঋষি কপূর, সাজিদ খান, অমৃতা রাও, অমিশা পটেল প্রত্যেকেই খুশি।

দিনের শুরুটা অবশ্য অন্য রকম ছিল। সকাল এগারোটা নাগাদ বম্বে হাইকোর্টের বাইরে সলমনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন বেশ কয়েক জন বস্তি এবং ফুটপাথবাসী। তাঁদের দাবি, সলমনের কারাবাসের মেয়াদ পাঁচ থেকে দশ বছর করা হোক। অন্য দিকে আর এক অনুরাগী তো সলমনের জন্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কোর্টের বাইরে। শেষমেশ পুলিশ ধরে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

সকাল থেকে সলমন নিজে বাড়িতেই ছিলেন বাবা-মায়ের সঙ্গে। ভাই আরবাজ আর সোহেলও ছিলেন তাঁর পাশে। বাড়িতে এসে নায়কের সঙ্গে দিনের শুরুতেই দেখা করে যান হেলেন, হৃত্বিক রোশন, করিনা কপূর, সঙ্গীতা বিজলানি, সঞ্জয় দত্তের বোন প্রিয়া। হাইকোর্টে গিয়েছিলেন শুধু বোন আলভিরা অগ্নিহোত্রী। হাইকোর্টের নির্দেশ জানার পরে বেলা দেড়টা নাগাদ চালক অশোক সিংহের সঙ্গে দায়রা আদালতের পথে রওনা দেন সলমন। সাদা শার্ট আর স্পোর্টিং সানগ্লাসে দৃশ্যতই হাল্কা লাগছিল তাঁকে। হাতে ছিল বাবার দেওয়া লাকি রুপোর ব্রেসলেট।

জামিনের কাগজে সইসাবুদ সারতে সারতে অবশ্য গড়িয়ে যায় বিকেল। গ্যালাক্সিতে ফিরে আসেন তারকা। সন্ধে সাতটার একটু আগে বারান্দায় এসে দাঁড়ান। নীচে ভিড়টা থিকথিক করছে তখনও। প্রথমে নমস্কার, তার পর স্যালুট, এবং নায়কোচিত হাত নাড়া। তার পর নিজস্ব কায়দায় বাঁ হাতের তিনটি আঙুল উঁচিয়ে দেখালেন সবাইকে। পুরো দবঙ্গ স্টাইল! মা সলমা এসে এক পাশ থেকে জড়িয়ে ধরেন ছেলেকে। ছিলেন বাবাও। আগেই অভিনন্দন জানিয়ে গিয়েছেন অনুপম খের, অজয় দেবগণ, ইমরান হাশমিরা। রাতে নিজে টুইটও করেছেন সলমন।

জেলে যাওয়ার সম্ভাবনায় আপাতত দাঁড়ি পড়তেই ফের চাঙ্গা হয়েছে বলিউডের শেয়ার বাজারও। ইরস ইন্টারন্যাশনাল (সলমনের ছবি ‘বজরঙ্গি ভাইজানের’ প্রযোজক) আর মান্ধানা ইন্ডাস্ট্রিজ-এর (সলমনের স্বেচ্ছাসেবী সংস্থা বিইং হিউম্যান-এর সঙ্গে জড়িত) শেয়ার উঠেছে এ দিন। ‘বজরঙ্গি’ মুক্তি পাওয়ার কথা জুলাইয়ে। ইউনিটের আশা, এ বার কাশ্মীরে গিয়ে ফের শ্যুটিংয়ে যোগ দেবেন সলমন।

salman khan hit and run case bombay high court bollywood film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy