আজ সকালেও বাল গঙ্গাধর তিলকের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুইট করেছিলেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইদেরও। কিন্তু দুপুর গড়াতেই সিঙ্গাপুর থেকে খবর এল, সেখানকার হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যসভার সাংসদ অমর সিংহ (৬৪)। গত কয়েক বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি।
ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র অমর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কলকাতায়। তৎকালীন কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের অধীনে কংগ্রেসে ছাত্র সংগঠনের নেতা ছিলেন তিনি। পরে দিল্লি এসে যোগ দেন সমাজবাদী পার্টিতে। সেই সুবাদে অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের খুবই কাছের লোক হয়ে উঠেছিলেন। ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল অনিল অম্বানীর সঙ্গেও। যদিও পরে দলের মধ্যে জয়া বচ্চনের সঙ্গে ঝামেলার কারণে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় অমরের। ভেঙে যায় অনিলের সঙ্গে বন্ধুত্বও।
অমরের সক্রিয়তা শিখরে পৌঁছয় প্রথম ইউপিএ সরকারের আমলে। পরমাণু চুক্তির বিরোধিতা করে সরকার ছেড়ে বেরিয়ে যান বামেরা। তখন অমরেরই মধ্যস্থতায় সরকারকে সমর্থন জানায় সমাজবাদী পার্টি। যদিও অভিযোগ ওঠে, ভোটাভুটিতে তিন বিজেপি সাংসদকে ঘুষ দেওয়া হয়েছিল। তার পিছনে প্রধান মস্তিষ্ক ছিলেন অমর। দুর্নীতিদমন আইনে এই রাজপুত নেতাকে চার্জশিট দেয় দিল্লি পুলিশ। তাঁকে বেশ কিছু দিন তিহাড়ে কাটাতে হয়। যদিও সুপ্রিম কোর্ট ওই মামলায় অমরের সিংহের সরাসরি যোগ না পেয়ে তাঁকে মুক্তি দেয়।