Advertisement
১১ মে ২০২৪

লোকসভায় ঝাঁপাতে শাহের দূত আসছেন রাজ্যে

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্প্রতি দিল্লিতে দলের মোর্চাগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠকে স্পষ্ট বলেছেন, বাংলা জয় না হলে দলের স্বর্ণযুগ আসবে না। সেই লক্ষ্যেই জুন মাসের প্রথম সপ্তাহে তিনি কলকাতায় পাঠাচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সওদান সিংহকে।

সওদান সিংহ

সওদান সিংহ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৪:১৭
Share: Save:

কেন্দ্রীয় সরকারের চার বছর পূর্তির প্রচার অনুষ্ঠান থেকেই আগামী বছরের লোকসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপাতে চাইছে বিজেপি। আর সেই তৎপরতায় দলের নিশানায় থাকছে পশ্চিমবঙ্গ। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্প্রতি দিল্লিতে দলের মোর্চাগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠকে স্পষ্ট বলেছেন, বাংলা জয় না হলে দলের স্বর্ণযুগ আসবে না। সেই লক্ষ্যেই জুন মাসের প্রথম সপ্তাহে তিনি কলকাতায় পাঠাচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সওদান সিংহকে। তাঁর সঙ্গেই থাকবেন রাজ্য বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, এ রাজ্যের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, কৈলাস, শিবপ্রকাশ নিয়মিতই এ রাজ্যের সংগঠন দেখেন। এ বার সওদানকে পাঠিয়ে তৃতীয় একটি চোখে পশ্চিমবঙ্গে দলের অবস্থা দেখে নিতে চাইছেন শাহ।

বিজেপি-র রাজ্য নেতৃত্ব জানাচ্ছেন, ওই নেতারা এসে কেন্দ্রীয় সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রচার কর্মসূচি কোথায় কতটা পালিত হল, তার রিপোর্ট নেবেন। এ বিষয়ে আরও কী কর্মসূচি নেওয়া যায়, তার পরিকল্পনা করবেন। পাশাপাশি, লোকসভা ভোট মাথায় রেখে জনসম্পর্ক এবং বিদ্বজ্জন-সম্পর্ক নিবিড় ভাবে বাড়াবার উপায় নিয়েও রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এ ছাড়া, লোকসভা এবং বিধানসভা পিছু নিযুক্ত দলীয় বিস্তারকদের প্রশিক্ষণের বিষয়েও তাঁরা পরামর্শ দেবেন। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার বলেন, ‘‘মহেশতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে এত দিন আমরা ব্যস্ত ছিলাম। মঙ্গলবার থেকে শুরু হবে লোকসভার প্রস্তুতি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE