Advertisement
E-Paper

বছরে কত অ্যাসিড হামলা, কী পদক্ষেপ, আদালতে মামলা কোন পর্যায়ে? রাজ্যগুলিকে তথ্য দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

কোথায় কত কত মামলা হয়েছে, আদালতে সেই মামলাগুলি কোন পর্যায়ে দাঁড়িয়ে, কী কী পদক্ষেপ করা হয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য জানানোর জন্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে এই নির্দেশ দিল শীর্ষ আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩১
SC asks states, UTs to provide details of acid attack cases

—প্রতীকী চিত্র।

অ্যাসিড হামলা সংক্রান্ত ঘটনা এবং মামলা সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। চার সপ্তাহের মধ্যে এই তথ্য জানাতে হবে বলে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে মঙ্গলবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন প্রান্তে কেউ না কেউ অ্যাসিড হামলার শিকার হচ্ছেন। কখনও অভিযোগ উঠছে পুলিশি পদক্ষেপ করা হচ্ছে না। কখনও আদালতে তারিখের পর তারিখের জাঁতাকলে পড়ে সেই মামলা দীর্ঘায়িত হচ্ছে। কোথায় কত কত মামলা হয়েছে, আদালতে সেই মামলাগুলি কোন পর্যায়ে দাঁড়িয়ে, কী কী পদক্ষেপ করা হয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য জানানোর জন্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে এই নির্দেশ দিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, শাহিন মালিক নামে এক অ্যাসিড আক্রান্ত জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। তিনি দাবি তুলেছেন, শারীরিক ভাবে কতটা অক্ষম হলে এক জন ব্যক্তিকে প্রতিবন্ধী বলা হবে। সেই প্রসঙ্গ তুলতে গিয়ে জোর করে অ্যাসিড খাওয়ানোর বিষয়টিও তুলে আনেন শাহিন। তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। তার জেরে তাঁর শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। যা তাঁর জীবনহানির শঙ্কা বাড়িয়ে তুলেছিল। এই ধরনের ঘটনায় আক্রান্তের জন্য যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ, তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই আবেদন করেন আদালতের কাছে। সেই মামলার শুনানি চলাকালীনই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে, নিম্ন আদালতে এই ধরনের কতগুলি মামলার চার্জশিট পেশ করা হয়েছে সেই তথ্যও দিতে হবে। এ ছাড়াও নিম্ন আদালতে কত মামলার নিষ্পত্তি হয়েছে, কত মামলা এখন ঝুলে রয়েছে, সেই তথ্যও জানাতে হবে।

আদালত আরও নির্দেশ দিয়েছে, অ্যাসিড আক্রান্তদের সকলের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিতে। তাঁদের শিক্ষগত যোগ্যতা, কোনও চাকরি বা কাজ করেন কি না, বিবাহিত না অবিবাহিত, চিকিৎসার খরচ এমনকি তাঁদের জন্য কোনও পুনর্বাসন পরিকল্পনা করা হয়েছে কি না, সেই তথ্যও দিতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে। জোর করে অ্যাসিড খাওয়ানো হয়েছে, এমন আক্রান্তের সংখ্যা কত, সেই তথ্যও চাওয়া হয়েছে।

Acid Attack Supreme Court of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy