ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদ আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাহুলের আবেদন গ্রহণ করে বলেছে যে তারা বিষয়টি বিস্তারিত ভাবে শুনবে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল।
‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে লখনউয়ের আদালতে মানহানির মামলা করেন কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজ়েশন’ (বিআরও)-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর শ্রীবাস্তব। মামলাকারী অভিযোগ করেন, দেশের সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেওয়ায় মানহানির মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
এরই মধ্যে চলতি বছরের গোড়ায় লখনউয়ের ওই আদালত লোকসভার বিরোধী দলনেতাকে তলব করে এ বিষয়ে বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত ৪ অগস্ট শীর্ষ আদালত রাহুলকে স্বস্তি দিয়ে মামলার শুনানির উপর স্থগিতাদেশ জারি করেছিল। যদিও বিরোধী দলনেতার উদ্দেশে বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্ন ছিল, “আপনি কী করে জানলেন যে চিন ভারতের ২০০০ বর্গকিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে?” এরপর শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার এবং মামলাকারীকে গান্ধীর আবেদনের প্রেক্ষিতে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছিল। বৃহস্পতিবার শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ আরও চার মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।