পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি বেছে বেছে ধ্বংস করা হয়েছে। মোট ন’টি জায়গায় হামলা চালিয়েছে ভারত। আট জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক। নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ও যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার কাশ্মীরের তিনটি জেলা, জম্মুর পাঁচটি জেলা এবং সীমান্ত সংলগ্ন পঞ্জাবের তিনটি জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। কাশ্মীর ডিভিশনাল কমিশনার কুমার বিদুরী বলেছেন, ‘‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কুপওয়ারা, গুরেজ় এবং বারামুলায় স্কুল, কলেজ বন্ধ থাকবে। সাধারণ নাগরিকদের সজাগ থাকতে অনুরোধ করা হচ্ছে। সচেতনতামূলক পদক্ষেপের জন্য সরকারি ওয়েবসাইট দেখতে হবে।’’ কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘বুধবারের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। এই পরীক্ষাগুলির নতুন তারিখ আলাদা করে পরে জানানো হবে।’’
আরও পড়ুন:
জম্মুর পাঁচ জেলায় স্কুল কলেজ বন্ধের কথা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডিভিশনাল কমিশনার রমেশ কুমার। লিখেছেন, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চের সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার বন্ধ থাকবে।’’
পঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলিতেও স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব পড়েছে ফেরোজ়পুর, পঠানকোট এবং অমৃতসরে। ফেরোজ়পুরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলার সব স্কুল এবং কলেজ বুধবার বন্ধ থাকবে। পঠানকোটের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।