Advertisement
১৬ মে ২০২৪

মাল্যর হাজিরা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ

বিজয় মাল্যকে ভারতে আনার জন্য ব্রিটেনের সঙ্গে সরকারি স্তরে কথা চলছে আগে থেকেই। সুপ্রিম কোর্ট এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল, আগামী ১০ জুলাই তাঁকে শীর্ষ আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করতে হবে তাদের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:২৭
Share: Save:

বিজয় মাল্যকে ভারতে আনার জন্য ব্রিটেনের সঙ্গে সরকারি স্তরে কথা চলছে আগে থেকেই। সুপ্রিম কোর্ট এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল, আগামী ১০ জুলাই তাঁকে শীর্ষ আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করতে হবে তাদের। এ বিষয়ে লিখিত নির্দেশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে।

যদিও প্রশ্ন উঠেছে, এই ক’দিনে আইনি প্রক্রিয়ার জট খুলে সে দিন কি তাঁকে হাজির করা যাবে? ভারতীয় নাগরিক হলেও ব্রিটেনে ভোটাধিকার রয়েছে মাল্যের। ৯ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ শোধ না করে সেই দেশে পালিয়ে যাওয়া কিংফিশার মালিককে স্থাবর-অস্থাবর সব সম্পত্তির বিবরণ জানাতে বলেছিল কর্নাটক হাইকোর্ট। মাল্য তা না করে ব্রিটিশ সংস্থা দিয়াগো থেকে পাওয়া ৪ কোটি ডলার (প্রায় ২৬০ কোটি টাকা) গোপনে তাঁর ছেলে সিদ্ধার্থ, মেয়ে লিয়ান্না ও তানিয়া মাল্যের কাছে পাচার করেছেন ‘এডমন্ড দ্য রথশিল্ড ব্যাঙ্ক’-এর মাধ্যমে। বিভিন্ন বিদেশি ব্যাঙ্কে তাঁর যে সব অ্যাকাউন্ট রয়েছে, সেগুলিরও হিসেব দেখাননি মাল্য।

গত কাল তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে বিচারপতি আদর্শকুমার গোয়ল ও বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ। ১০ জুলাই তাঁর শস্তি নির্ধারণের জন্য শুনানি হবে। ৬ মাস পর্যন্ত জেল ও সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা হতে পারে মাল্যের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE