Advertisement
E-Paper

চিনপন্থী কমিউনিস্ট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান মণিপুরে! নিষিদ্ধ চার সংগঠনের ন’জন জঙ্গি ধৃত

কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নয়ন), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) এবং ইউএনএলএফ (পাম্বেই)-এর গেরিলাদের ধরা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১০:৪৬
মণিপুরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা।

মণিপুরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা। ছবি: পিটিআই।

পাকিস্তান সীমান্তে যুদ্ধের আবহের মধ্যেই এ বার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিদমন অভিযান শুরু হল। গত ২৪ ঘণ্টায় মণিপুরে পুলিশ এবং আধাসেনার যৌথ অভিযানে নিষিদ্ধ তিনটি জঙ্গিগোষ্ঠীর ন’জন গেরিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, স্বয়ংক্রিয় রাইফেল, আইইডি-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

পুলিশ সূত্রের খবর, তিন জেলায় পৃথক চারটি অভিযানে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নয়ন), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) এবং ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পাম্বেই)-এর ওই সদস্যদের ধরা হয়েছে। এঁদের মধ্যে থৌবল জেলার লামডিং খুমানথেম লেইকাই থেকে কেসিপি (এমএফএল)-এর চার জন, ওই জেলারই লিলং ব্রিজের কাছে এনএলএফ (পাম্বেই)-এর তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ইম্ফল পূর্ব জেলার লামলই থেকে কেসিপি (নয়ন)-এর এক জন সদস্য এবং বিষ্ণুপুর জেলার নিংথোখং খা কেইরুংবা লেইকাই কেসিপি (পিডব্লিউজি)-র এক জঙ্গি ধরা পড়েছে। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। কেসিপি-র বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি ‘কাংলেই ইয়াওল কাননা লুপ’ (কেওয়াইকেএল) এবং ‘পিপল্‌স রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক’ (প্রিপাক) রয়েছে এই তালিকায়।

Manipur Manipur Violence militants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy