Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Shaheen Bagh

নিরাপত্তা বাড়ল শাহিন বাগে

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেয় তারা।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৪:৫৮
Share: Save:

রবিবার সকালে শাহিন বাগের সিএএ-বিরোধীদের প্রতিবাদ স্থল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। এ দিন দুপুর তিনটে নাগাদ মিছিলের ডাক দিয়েছিল প্রতিবাদীরা। পাশাপাশি, হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এ দিন প্রতিবাদস্থল ফাঁকা করার জন্য মিছিল করবে বলে আগেই জানিয়েছিল। তবে পুলিশ এ ব্যাপারে হস্তক্ষেপ করায় শনিবারই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ।

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেয় তারা। দিল্লি পুলিশের তরফে ডিসি শ্রীবাস্তব বলেন, ‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহিন বাগে পুলিশি ঘেরাটোপ বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য, শৃঙ্খলা রক্ষা করা অপ্রীতিকর পরিস্থিতি বাড়তে না দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shaheen Bagh CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE