Advertisement
১৬ মে ২০২৪

অধস্তনের গুলিতে মৃত্যু এসআইয়ের

অধস্তনের গুলিতে আহত মুম্বই পুলিশের এক এসআই মারা গেলেন হাসপাতালে। গত কাল সন্ধেয় সিনিয়র ইনস্পেক্টর বিলাস জোশীর সঙ্গে কথাকাটিতে জড়িয়ে পড়েন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর দিলীপ শিরকে। অনুমান, গণ্ডগোলের সূত্রপাত রাতের ডিউটিতে অনুপস্থিত থাকা নিয়ে। এর পরই বিলাস জোশী কেবিন ছেড়ে বেরোলে নিজের সার্ভিস রিভলভার দিয়ে পিছন থেকে পর পর পাঁচ রাউন্ড গুলি চালান দিলীপ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৯:৩৭
Share: Save:

অধস্তনের গুলিতে আহত মুম্বই পুলিশের এক এসআই মারা গেলেন হাসপাতালে। গত কাল সন্ধেয় সিনিয়র ইনস্পেক্টর বিলাস জোশীর সঙ্গে কথাকাটিতে জড়িয়ে পড়েন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর দিলীপ শিরকে। অনুমান, গণ্ডগোলের সূত্রপাত রাতের ডিউটিতে অনুপস্থিত থাকা নিয়ে। এর পরই বিলাস জোশী কেবিন ছেড়ে বেরোলে নিজের সার্ভিস রিভলভার দিয়ে পিছন থেকে পর পর পাঁচ রাউন্ড গুলি চালান দিলীপ। তিনটে লাগে জোশীর গায়ে। শব্দ শুনে ছুটে এসেছিলেন ওয়্যারলেস অপারেটর বালসাহেব আহির। পায়ে গুলি লাগে তাঁরও। এর পর নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন জোশী। বিলাস জোশীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। তবে তার পরও শেষ রক্ষা হল না। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ওই সিনিয়র ইনস্পেক্টরের। রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। কেন এমন হল তা দেখতে বলেছেন তিনি। পুলিশকর্মীরা কোনও রকম মানসিক চাপের মধ্যে রয়েছেন কি না, সমীক্ষা চালিয়ে সেই রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vilas Joshi mumbai police bullet injuries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE