ভারী বৃষ্টির জেরে দিল্লিতে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে ভারী বৃষ্টি চলছে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে একটি মন্দিরের দেওয়াল ধসে যায়।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, ভেঙে পড়া দেওয়ালের নীচে আট জন চাপা পড়ে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় আট জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিল্লি এমস এবং সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আট জনের। মৃতদের মধ্যে দুই মহিলা এবং দুই শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে এক জনের বয়স ৬ বছর এবং অপর জনের ৭ বছর।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকায় একটি পুরনো মন্দির ছিল। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তাঁরা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে বৃষ্টির সময়ে ওই মন্দিরের একটি দেওয়াল ভেঙে ছাউনির উপর পড়ে। ওই পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনার পরে ইতিমধ্যে ওই মন্দির সংলগ্ন এলাকা থেকে বাকি ঝুপড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে দেওয়াল ধসে মৃত্যু হল আট জনের।