কেরলের ওয়েনাডে জিপ উল্টে পড়ল খাদে। ঘটনাস্থলেই মৃত্যু ন’জন মহিলার। আহত চালক-সহ আরও পাঁচ জন। শুক্রবার বিকেলে ওয়েনাড জেলার থালাপ্পুঝার কাছে কান্নোথমালায় দুর্ঘটনাটি ঘটে। চা বাগানের কাজ সেরে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।
বিকেল সাড়ে ৪টে নাগাদ চা বাগানের কাজ সেরে ১৪ জন শ্রমিক জিপে বাড়ি ফিরছিলেন। গাড়ির সওয়ারিরা বেশির ভাগই মহিলা। কান্নোথমালা এলাকায় আচমকাই তাঁদের জিপ নিয়ন্ত্রণ হারায়। সোজা গিয়ে পড়ে অন্তত ২৫ মিটার গভীর খাদে। স্থানীয় সূত্রে খবর, খাদে পড়ার সঙ্গে সঙ্গেই জিপটি দু’টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট মহিলার। বাকিরা গুরুতর ভাবে আহত হন। গাড়ির যাত্রীরা সকলেই ওয়েনাড জেলারই বাসিন্দা। আহতদের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ রাহুল গান্ধী। তিনি নিজে জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলেও টুইট করেছেন।
দুর্ঘটনার খবর পাওয়া পরেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বনমন্ত্রী একে শশীন্দ্রণকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিবেচনা করছেন।