মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে এনসিপি প্রধান শরদ পওয়ারের বৈঠক ঘিরে জল্পনা ছড়াল মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে। এনসিপি সূত্রে খবর, শনিবার অজিতের সঙ্গে ‘গোপন বৈঠক’ করেন পওয়ার। বৈঠকে দু’ভাগে বিভক্ত এনসিপিকে আবার জোড়া লাগানো নিয়ে দু’জনের কথা হয়েছে বলে ওই সূত্রের খবর।
যদিও শরদ কিংবা অজিত, কোনও পক্ষ থেকেই বৈঠক নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। এনসিপি সূত্রেই জানা যায়, পুণের কোরেগাঁও পার্ক এলাকায় শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোয় প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় দুই নেতার। এই প্রসঙ্গে এনসিপি নেতা আমোল মিতকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “খুব সম্ভবত পারিবারিক কোনও বৈঠকে বসেছিলেন দুই নেতা।” এই প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে, বৈঠক কেন হয়েছে, কী বিষয়ে আলোচনা হয়েছে, তা পওয়ার আর অজিতই বলতে পারবেন।
এনসিপির আর একটি সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে অজিতকে পওয়ার জানিয়েছেন যে, দলের তাঁর নিয়ন্ত্রণাধীন অংশটি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দেবে না। তবে কেউ আনুগত্য বদলে পওয়ার শিবির থেকে অজিত শিবিরে যেতে চাইলে তিনি যে আপত্তি করবেন না, তা-ও নাকি স্পষ্ট করে দিয়েছেন ‘মরাঠা স্ট্রংম্যান’।
আরও পড়ুন:
গত ২ জুলাই আট বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজভবনে গিয়েছিলেন শরদ-ভাইপো। তার পর একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলান তিনি। রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন পওয়ার-ভাইপো। সেই নিয়ে এনসিপির অন্দরে ‘গৃহযুদ্ধ’ শুরু হয়। অজিত শিবিরের এনসিপি নেতাদের দল থেকে বহিষ্কার করেন শরদ।