Advertisement
E-Paper

রাষ্ট্রপতি ভোট, ফের বেসুরো উদ্ধব

এর আগের দু’বারের রাষ্ট্রপতি ভোটে বিজেপি প্রার্থীকে সমর্থন না-করে ইউপিএ-র দুই প্রার্থী— প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাটিলকে সমর্থন করেছিল শিবসেনা। এ বার শিবসেনার ‘বিপথে’ যাওয়া রুখতে আগে ভাগেই সব শরিক দলকে নিয়ে দিল্লিতে বৈঠক করে ফেলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ১৫:০০

বিজেপির সঙ্গে সম্পর্কের চোরাস্রোতের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভিন্নসুর এনডিএ-শরিক শিবসেনার গলায়। দলের নেতৃত্ব জানিয়ে দিলেন— রাষ্ট্রপতি বাছাই নিয়ে বিজেপির থেকে ভিন্ন অবস্থান নিতেই পারেন তাঁরা।

এর আগের দু’বারের রাষ্ট্রপতি ভোটে বিজেপি প্রার্থীকে সমর্থন না-করে ইউপিএ-র দুই প্রার্থী— প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাটিলকে সমর্থন করেছিল শিবসেনা। এ বার শিবসেনার ‘বিপথে’ যাওয়া রুখতে আগে ভাগেই সব শরিক দলকে নিয়ে দিল্লিতে বৈঠক করে ফেলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। কিন্তু রাষ্ট্রপতি ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এখনও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলে উঠতে পারেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব। অথচ সনিয়া গাঁধীর তৎপরতায় বিরোধী দলের প্রার্থীকে সমর্থনের প্রস্তাব নিয়ে এনসিপি নেতারা একপ্রস্ত আলোচনা সেরেছেন উদ্ধবের সঙ্গে। তার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এ দিন জানান, রাষ্ট্রপতি বাছাইয়ে তাঁদের দল স্বাধীন অবস্থান নিতে পারে।

মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে নিত্য বিবাদ লেগে রয়েছে শিবসেনার। কৃষিঋণ মকুবের দাবি নিয়ে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন উদ্ধব। সরাসরি নরেন্দ্র মোদীকে বিঁধে বলেছেন, ভোটে কোটি কোটি টাকা খরচ করতে পারলে কৃষকদের সুরাহার জন্য কেন করা হবে না? এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শিবসেনার বেসুর কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। শিবসেনা এর আগে বলেছিল, হিন্দু রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আরএসএস-প্রধান মোহন ভাগবতকেই রাষ্ট্রপতি পদে যোগ্যতম প্রার্থী বলে মনে করে দল। ভাগবত আগেই জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আশাবাদী বিজেপি এখনও বলছে, শিবসেনা এমন হুঙ্কার দিয়েই থাকে। তার পরেও তারা এনডিএ-র মধ্যেই রয়েছে। রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিজেপি শীঘ্রই সবার সঙ্গে কথা শুরু করবে। শিবসেনাকেও তখন সঙ্গে নেওয়া হবে।

Udbhav Thakre Presidential Election BJP Shiv Sena প্রণব মুখোপাধ্যায় বিজেপি শিবসেনা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy