Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Indian Air Strike

সোপিয়ানে সেনা অভিযানে নিকেশ দুই জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তান জম্মু, রাজৌরি, পুঞ্চের ৫৫টি ভারতীয় চৌকিতে গোলাগুলি ছুড়েছে। তাতে পাঁচ ভারতীয় জওয়ান আহত হয়েছেন

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বিপত্তি।—ফাইল চিত্র।

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বিপত্তি।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩০
Share: Save:

বালাকোটে বিমান অভিযানে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উপত্যকায় সাফল্য পেল ভারতীয় সেনা। বুধবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে ফের দুই জইশ জঙ্গির মৃত্যু হল সোপিয়ান এলাকায়।

ওই এলাকায় এখনও তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা। খবর রয়েছে, এখনও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ানের মিমিন্দারে।

এক দল জঙ্গি লুকিয়ে রয়েছে সোপিয়ান এলাকায়, এমনই নির্দিষ্ট খবর ছিল সেনাবাহিনীর কাছে। সেই অনুযায়ী সোপিয়ানের মিমিন্দার এলাকায় তল্লাশি অভিযান শুরু হয় বুধবার রাত থেকেই।

আরও পড়ুন: সামরিক শক্তিতে প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে ভারত

ভোর রাত থেকে তল্লাশি চলাকালীনই জঙ্গিরা গুলি বৃষ্টি শুরু করে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে। পাল্টা জবাব দিতে বাধ্য হয় ভারতীয় সেনাও। সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এই জঙ্গিরা জইশ ই মহম্মদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: এর আগে কতবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে জানেন?

মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তান জম্মু, রাজৌরি, পুঞ্চের ৫৫টি ভারতীয় চৌকিতে গোলাগুলি ছোড়া শুরু হয়েছিল। তাতে পাঁচ ভারতীয় জওয়ান আহত হন।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এ তথ্য জানতেন?

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গোলাগুলি শুরু হয় সোপিয়ান-সহ বেশ কয়েকটি জায়গায় । কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ থেকে আখনুর, কোনও সেক্টরই বাদ যায়নি। ভারতও জবাব দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: হামলার জবাবে গোলা পাকিস্তানের, সীমান্তে কোমর বেঁধে প্রস্তুত ভারতও

মঙ্গলবারই পাকিস্তানের বালাকোট সেক্টরে জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা বাহিনীর যুদ্ধবিমান। সামরিক সূত্রের দাবি, গোটা অভিযানে ২১ মিনিট মতো সময় লাগলেও নিয়ন্ত্রণরেখার ও-পারের হানা কার্যত দেড় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE