Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Nitish Kumar

নীতীশ কুমারের সভায় মোবাইলে গেম, শাস্তির মুখে পাঁচ পুলিশ আধিকারিক

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যে বেড়ে চলা মাদক পাচার, সংগঠিত অপরাধের উপর আলোচনা চলছিল। এ হেন গুরুগম্ভীর বিষয়ে আলোচনা চলাকালীন সেখানে বসা কয়েক জন পুলিশকর্মীকে দেখা গেল, তাঁরা তখন মোবাইলের উপর ঝুঁকে কিছু দেখতে ব্যস্ত।

এই অনুষ্ঠানেই মোবাইলে গেম খেলে শাস্তির মুখে পাঁচ পুলিশ আধিকারিক। ছবি: পিটিআই।

এই অনুষ্ঠানেই মোবাইলে গেম খেলে শাস্তির মুখে পাঁচ পুলিশ আধিকারিক। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২২:০০
Share: Save:

রাজ্যের মাদকচক্র এবং বেড়ে চলা সংগঠিত অপরাধের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে ভাষণ দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেখানে বসেই মোবাইলে গেম খেলতে ব্যস্ত পুলিশ আধিকারিকেরা। সেই দৃশ্য সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যাওয়ায় এখন রীতিমতো বেকায়দায় পড়েছেন বিহারের পাঁচ পুলিশ আধিকারিক।

পটনার গাঁধী ময়দানের কাছে শ্রীকৃষ্ণ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যে বেড়ে চলা মাদক পাচার, সংগঠিত অপরাধের উপর আলোচনা চলছিল। এ হেন গুরুগম্ভীর বিষয়ে আলোচনা চলাকালীন সেখানে বসা কয়েক জন পুলিশকর্মীকে দেখা গেল, তাঁরা তখন মোবাইলের উপর ঝুঁকে কিছু দেখতে ব্যস্ত। না, সেমিনারে চলা আলোচনার বিষয়বস্তু রেকর্ডিং করছিলেন না তাঁরা। সেমিনারে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে, ওই পুলিশ আধিকারিকেরা তখন মোবাইলে ক্র্যান্ডি ক্রাশ গেম খেলতে ব্যস্ত। এর পরই সে ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বৃষ্টির জেরে জরুরি অবতরণ কেন্দ্রীয় মন্ত্রীর বিমান

সোমবারের এই ঘটনার জেরে মনু মহারাজ (এসএসপি, পটনা), চন্দন কুশবাহা (সিপিএসপি, পটনা), পঙ্কজ রাজ-সহ পাঁচ পুলিশ আধিকারিককে শো-কজ নোটিস ধরানো হয়। ঘটনার কথা বলতে গিয়ে এডিজি (সদর) এইচ কে সিংহল জানান, অভিযুক্তদের থেকে ঘটনার সবিস্তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত ব্যাখ্যা না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE