পরীক্ষার উত্তরপত্রগুলি খুলতেই চমকে উঠেছিলেন শিক্ষকেরা। কোনওটার ভিতরে চিরকুট ঢোকানো। তাতে পাশ করিয়ে দেওয়ার আর্জি। কোনওটার ভিতরে আবার ২০০, ৫০০ টাকার নোট গুঁজে রাখা। শুধু তা-ই নয়, এমনও আর্জি করা হয়েছে যে, পাশ করিয়ে দিলে আরও টাকা দেওয়া হবে। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে কর্নাটকের বেলাগাভি থেকে।
রাজ্যে দশমের বোর্ড পরীক্ষা হয়েছে। উত্তরপত্র পরীক্ষা করছিলেন শিক্ষকেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকেরা জানিয়েছেন, এমন প্রচুর উত্তরপত্র তাঁদের হাতে এসেছে যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করেছে। কেউ দাবি করেছে, এ বার পাশ করতে না পারলে পড়াশোনা ছাড়িয়ে দেবে বাড়ি থেকে। কেউ আবার লিখেছে, ‘‘আমার ভবিষ্যৎ আপনার হাতে, স্যর। এ যাত্রায় পাশ করিয়ে দিন।’’
আরও পড়ুন:
শিক্ষকেরা জানাচ্ছেন, কোনও পরীক্ষার্থী আবার এমনও দাবি করেছে, তাঁর ভালবাসা বা প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখায় দায়িত্ব শিক্ষকের হাতেই। বেলাগাভির এক পরীক্ষকের কথায়, ‘‘উত্তরপত্র খুলতেই দেখি ৫০০ টাকার একটি নোট গুঁজে রাখা রয়েছে। তার সঙ্গে একটি চিরকুট। সেখানে লেখা, আমার ভালবাসা বাঁচাতে পারেন একমাত্র আপনিই। দয়া করে পাশ করিয়ে দিন, স্যর।’’ আবার আরও এক জন লিখেছে, ‘‘এ যাত্রায় পাশ করিয়ে দিলে আমার ভালবাসাকে টিকিয়ে রাখতে পারব।’’
পরীক্ষার্থীদের এমন আর্জিতে স্তম্ভিত শিক্ষকেরা। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা দফতরও।