Advertisement
E-Paper

গতির নেশা! এক হাতে সিগারেট, অন্য হাতে স্টিয়ারিং, বন্ধুদের নিয়ে ১৪০ কিমি বেগে গাড়ি ছোটালেন তরুণ, মৃত্যু চার জনেরই

নিহতদের নাম মহম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯) এবং গোলাম খাজা (১৭)। গাড়িতে থাকা আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে জখম হয়েছেন অন্য একটি গাড়িতে থাকা চার জনও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:০৫
দুর্ঘটনার আগের মুহূর্তের সেই ভিডিয়ো।

দুর্ঘটনার আগের মুহূর্তের সেই ভিডিয়ো। ছবি: সংগৃহীত।

উদ্দাম গতিতে ছুটছিল গাড়ি। চালকের আসনে ছিলেন সদ্যতরুণ। হাতে সিগারেট। গাড়িতে তিন নাবালক-সহ আরও পাঁচ জন সওয়ারি ছিলেন। কোনও কিছুর তোয়াক্কা না করে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি ছোটাচ্ছিলেন তাঁরা। তারই মাসুল দিতে হল, দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। শনিবার রাতে রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ছ’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম মহম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯) এবং গোলাম খাজা (১৭)। গাড়িতে থাকা আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে জখম হয়েছেন আর একটি গাড়িতে থাকা চার জন। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে উদয়পুরের পুরনো অহমদাবাদ হাইওয়ে ধরে গুজরাতের দিকে যাচ্ছিলেন ওই তরুণেরা। গাড়ির গতি ছিল প্রায় ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তখনই আচমকা উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির।

দুর্ঘটনার আগের মুহূর্তের একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। প্রায় ন’মিনিটের সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল বেগে ছুটছে গাড়িটি। সঙ্গে উচ্চৈঃস্বরে গান বাজছে। চালকের আসনে রয়েছেন এক তরুণ, তাঁর এক হাতে জ্বলন্ত সিগারেট। চালকের আসনের সামনে মোবাইলে একটি ভিডিয়ো চলছে। ভিডিয়ো দেখতে দেখতে এবং সিগারেটে সুখটান দিতে দিতেই গাড়ি চালাচ্ছেন তিনি। ভিডিয়ো শেষের মুখে গাড়িতে থাকা একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘গতি কমাও।’’ কিন্তু তাতে কান দেননি চালক। ঘটনাচক্রে, এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। আহতদের ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা এখনও চিকিৎসাধীন। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তরুণেরা মত্ত ছিলেন কি না, সে সব খতিয়ে দেখছে পুলিশ।

Udaipur Rajasthan Accident Car Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy