অটোরিকশার যাত্রী সেজে বসেছিল দুই ছিনতাইবাজ। মাঝরাস্তার এক সহযাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালাতে যায় তারা। এক দুষ্কৃতীকে পাকড়াও করে গণপিটুনি দিলেন করিমগঞ্জ শহরের বাসিন্দারা।
পুলিশ জানায়, গত রাতে অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর পি কে শর্মা অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ওই সময় সেটিতে আরও এক জন যাত্রী ছিল। ইন্দিরা ভবনের সামনে আর এক জন অটোতে ওঠে। অটোরিকশাটি রামকৃষ্ণ মিশন রোড এলাকায় পৌঁছতেই এক দুষ্কৃতী ওই পুলিশকর্মীর পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। অন্য জন তাঁর হাত ধরেছিল। চলন্ত অটোরিকশা থেকেই নামতে যায় দুই দুষ্কৃতী। অবসরপ্রাপ্ত ওই পুলিশকর্মী এক জনের হাত ধরে ফেলেন। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। আশপাশের লোক ছুটে আসেন। ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন তাঁরা। গণপিটুনির পর চাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে টাকা নিয়ে আরও এক জন দুষ্কৃতী পালিয়ে যায়।