ক্রিকেটের কথা শুনলেই ওর চোখ যেন জ্বলে উঠত। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন সদ্য পুত্রহারা বাবা। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টে মৃত্যু হয়েছে বছর আঠারোর মনোজ কুমারের। বিজ়নেস ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া মনোজ ‘ক্রিকেটপাগল’ ছিলেন।
তাঁর বাবা দেবরাজ ফুচকা বিক্রি করেন। দেবরাজের কথায়, ‘‘আমি দিনরাত পরিশ্রম করছি, এটা দেখেই বড় হয়েছে মনোজ। সব সময় বলত ভাল করে পড়াশোনা করে, ভাল চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু চোখের সমানে সেই সব আশা ভেঙে চুরমার হয়ে গেল এক নিমেষে।’’
আরও পড়ুন:
বুধবার পাড়ার তিন বন্ধুর সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়েছিলেন মনোজ। তাঁর জোরাজুরিতেই পাড়ার আরও তিন জন স্টেডিয়ামে গিয়েছিলেন। দেবরাজের কথায়, ‘‘ক্রিকেট ছিল মনোজের প্যাশন। ক্রিকেটের সব ম্যাচের খুঁটিনাটি তথ্য ওর কাছে থাকত। ক্রিকেটের মধ্যে একটা অপার আনন্দ খুঁজে পেত ছেলে। আর সেই ভালবাসাই ওর জীবন কেড়ে নিল।’’
এক জন বাবা হয়ে ছেলের মৃত্যু যেন কাউকে দেখতে না হয়, বলতে বলতেই হাউহাউ করে কেঁদে ফেলেন দেবরাজ। প্রসঙ্গত, গত বুধবার আরসিবির বিজয়োৎসবে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে।