Advertisement
E-Paper

‘দ্য মাউন্টেন ম্যান’ মাঝিঁর পুত্র এ বার রাজনীতিতে, বিহারে ভোটের আগে যোগ দিলেন কংগ্রেসে

২০০৭ সালে দশরথ মাঝিঁর প্রয়াণের কয়েক বছর পরে তাঁর জীবনী নিয়ে তৈরি হয়েছিল বলিউডের ছবি ‘মাঝিঁ দ্য মাউন্টেন ম্যান’। নামভূমিকায়, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৫

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

একটি পাহাড়ের কারণে অনেক কিলোমিটার ঘুরে তবে অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতাল পৌঁছেছিলেন তিনি। আর সেই দেরির কারণে আর বাঁচানো যায়নি তাঁকে। স্ত্রীর মৃত্যুর পরে জেদের বশে নিজেই সেই পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন বিহারের দশরথ মাঝিঁ। ২০০৭ সালে দশরথের প্রয়াণের কয়েক বছর পরে তাঁর জীবনী নিয়ে তৈরি হয়েছিল বলিউডের ছবি ‘মাঝিঁ দ্য মাউন্টেন ম্যান’। নামভূমিকায়, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সেই দশরথের পুত্র ভগীরথ বুধবার কংগ্রেসে যোগ দিয়ে নেমে পড়লেন সক্রিয় রাজনীতিতে। দিল্লিতে তাঁর সঙ্গেই কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন জেডি(ইউ) সাংসদ তথা অনগ্রসর পসমন্দা মুসলিম সমাজের নেতা আলি আনোয়ার, অনগ্রসর প্রজাপতি জনগোষ্ঠীর সামাজিক সংগঠন ‘অল ইন্ডিয়া প্রজাপতি কুম্ভর সঙ্ঘে’র প্রধান মনোজ প্রজাপতি, পদ্মশ্রী সম্মাননা প্রাপ্ত চিকিৎসক জগদীশ প্রসাদ এবং আম আদমি পার্টি (আপ) ও বিজেপির দুই প্রাক্তন মুখপাত্র নিশান্ত আনন্দ ও নিখত আব্বাস।

চলতি বছরের শেষপর্বে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে লালুপ্রসাদের আরজেডি এবং বামেদের নিয়ে গড়া জোট ‘মহাগঠবন্ধন’-এর শরিক কংগ্রেস। যদিও লালুর পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সম্প্রতি বিধানসভা ভোটে ‘অন্য সমীকরণ’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এ ক্ষেত্রে তাঁর নিশানা কংগ্রেসের দিকেই। বস্তুত, ১৯৯০ সালের বিধানসভা ভোটে বাংলার পড়শি রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই ধীরে ধীরে সেখানে প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে কংগ্রেস। একক লড়াইয়ের সামনে কী ভাবে ‘দুর্গম গিরি’ মাথা নোয়ায়, প্রয়তা দশরথ তার নজির তৈরি করেছিলেন। পুত্র ভগীরথের লড়াই সম্ভবত তার চেয়েও বেশি কঠিন।

manjhi the mountain man premier manjhi the mountain man promotion Bihar Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy