ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে চিঠি পাঠালেন সনিয়া গাঁধী। ইডি-কে পাঠানো চিঠিতে কংগ্রেস সভানেত্রী জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ইডি দফতরে হাজিরা থেকে অব্যাহতি চাইলেন সনিয়া। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন সনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এর আগে চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট বার্তায় জানিয়েছেন, ‘কোভিডজনিত অসুস্থতা এবং ফুসফুসের সংক্রমণের কারণে সনিয়া গাঁধীকে চিকিৎসকেরা বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই কংগ্রেস সভানেত্রী বুধবার ইডি-কে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে যেন হাজিরা দিতে না বলা হয়।’
করোনা আক্রান্ত হওয়ার পর সনিয়া গাঁধীকে ১২ জুন রবিবার হাসপাতালে ভর্তি করানো হয়। এর দিন কয়েক আগেই তিনি করোনা আক্রান্ত হন। তবে প্রথমে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন কংগ্রেস সভানেত্রী। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর প্রায় আট দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন সনিয়া।