এ বার সংসদ ভবনকে ‘দাসত্বের প্রতীক’ বললেন এক বিধায়ক। এমনকী রাষ্ট্রপতি ভবনকেও। আর তাই সেগুলিকে ভেঙে গুঁড়িয়েও দেওয়ার পরামর্শ দিলেন তিনি।
তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কালো দাগ’ বলে রবিবার বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা বিধায়ক সঙ্গীত সোম। বলেছিলেন, তাজমহল বানিয়েছিলেন এক ‘বিশ্বাসঘাতক’। এ বার সমাজবাদী পার্টি (সপা)-র বিধায়ক আজম খান আরও কয়েক ধাপ এগিয়ে মঙ্গলবার বলেছেন, ‘‘শুধুই তাজমহল কেন? কেন ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে না সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, লালকেল্লাও? এগুলির সবই তো গোলামির চিহ্ন বহন করে চলেছে। দাসত্বের প্রতীক। আরএসএস বলে এগুলি বিশ্বাসঘাতকদের বানানো। তা-ই যদি হয়, তা হলে সেগুলিকেও তো ভেঙে ফেলা উচিত।’’
আরও পড়ুন- ধেয়ে আসছে চিনের ভগ্ন ‘স্বর্গপ্রাসাদ’