স্পাইসজেট আসছে শিলচরে। আগামী ৪ অক্টোবর থেকে এই রুটে বিমান চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। সে কথা তাঁরা অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকেও জানিয়ে দিয়েছেন। সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তাঁর চেয়েও বেশি সন্তুষ্ট হবেন বরাক উপত্যকার মানুষ।
একে তো সড়কপথে চলাচল প্রায় অসম্ভব। অন্য দিকে, বর্ষায় রেলের উপরেও ভরসা করা যাচ্ছে না। জরুরি প্রয়োজনে আকাশপথে চলাচল করবেন, সে সুযোগও মেলে না। আকাশছোঁয়া টিকিটের দাম। তার উপর দুষ্প্রাপ্যও। তাই স্পাইসজেটের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবেন বরাকের সাধারণ মানুষ।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, তারা এখন শিলচর-কলকাতা, শিলচর-গুয়াহাটি এবং গুয়াহাটি-আইজল বিমান চালানোর প্রস্তুতি শুরু করেছেন। শীঘ্রই সময়সূচি জানানো হবে। এর পরই শুরু হবে টিকিট বিক্রি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহকে সাধুবাদ জানিয়ে লিখেছেন, তাঁদের সিদ্ধান্তের দরুন অসমের তথা উত্তর-পূর্বের পর্যটন সম্ভাবনা আরও শক্তিশালী হবে। এ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ইচ্ছে, তাও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।