মুম্বইয়ের পানশালায় রক্ষীদের সঙ্গে গ্রাহকদের ঝামেলা। গ্রাহকদের মারধরের অভিযোগ উঠল রক্ষীদের বিরুদ্ধে। শনিবার পুলিশ জানাল, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সাত জন। বান্দ্রার একটি পানশালায় এই ঘটনা হয়েছে।
Look what happened yesterday night at Bandra’s Escobar. Customers beaten by pub bouncer and staffs. #bandra #mumbai #nightlife #mumbaipolice #pub pic.twitter.com/CrC7Qzg8Zs
— Preeti Sompura (@sompura_preeti) June 24, 2023
পানশালার ঝামেলার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পানশালার কর্মী এবং গ্রাহকেরা হাতাহাতি করছেন। তার পর গ্রাহকদের রড দিয়ে মারধর করছেন কর্মীরা। ক্রমে গ্রাহকদের লক্ষ্য করে ঘুষি, লাথি চালাচ্ছেন তাঁরা। ধাক্কা দিয়ে লিফটে তুলে দিচ্ছেন।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১টায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, একটি বিষয়ে গ্রাহকদের সঙ্গে বচসা শুরু হয় কর্মীদের। এর পরেই গ্রাহকদের উপর চড়াও হন কর্মীরা। এই ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে। সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
দিন কয়েক আগে নয়ডার সেক্টর ৭৫-এর একটি রেস্তরাঁয় কর্মী এবং গ্রাহকদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলা মারামারি পর্যন্ত গড়ায়। তার আগে মুম্বইয়ের ভিখরোলির একটি রেস্তরাঁতেও একই ঘটনা হয়েছে।