উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পিছনে অন্যতম কারণ ইন্দো-ভুটান নদী কমিশন তৈরি না হওয়া, এমনটাই অভিযোগ রাজ্য সরকারের। বৃহস্পতিবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি দু' দেশের মধ্যে জল নিয়ে তথ্য আদানপ্রদানের বিষয়ে কিছু জানাতে পারেননি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ভুটান নদী কমিশন তৈরি না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, জল- সহ নানান বিষয়কে ঘিরে দু’দেশের সুসম্পর্ক ও যোগাযোগ আছে। তবে জল নিয়ে তথ্য বিনিময় হয়েছে কি না, তা তিনি পরে জানাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে। ভুটানের জলেই এত বড় ঘটনা ঘটেছে।’’ তিনি তখনই বলেন,, রাজ্যের ‘চাপে’ ১৬ অক্টোবর এ সংক্রান্ত বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্য থেকে আধিকারিককে পাঠানো হবে। তবে এই বৈঠক দিল্লিতে হয়েছে কি না, তা স্পষ্ট নয়। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, নদী বিষয়ক ভারত-ভুটান বিশেষজ্ঞ কমিটিতে যোগ দিতে জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অনুপ আগরওয়ালের দিল্লি আসার কথা ছিল। কিন্তু তিনি এসেছেন কিনা সেই তথ্য দিতে পারেনি রাজ্য সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)