এক দলিত যুবকের বিয়ের শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল বেশ কয়েক জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে কয়েক জনকে চিহ্নিত করে তাঁদের বাড়ি ভাঙল স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
রাজ্যের জিরাপুর পুরনিগমের চেয়ারম্যান অশ্বিন রাম বলেন, “বৃহস্পতিবার রাতে পাথর ছোড়ার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ১৮ অভিযুক্তের বাড়ি চিহ্নিত করা হয়েছে। যাঁদের বাড়ি চিহ্নিত করা হয়েছে, জবরদখল করে বাড়ি বানিয়েছেন তাঁরা। সেই বাড়িগুলিই ভাঙা হবে।”